Mamata Banerjee in Malda: ‘মনটা খারাপ হয়ে গেল…’ বিপিন রাওয়াতের দুর্ঘটনার খবরে প্রশাসনিক বৈঠক থামিয়ে দিলেন মমতা

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Dec 08, 2021 | 3:38 PM

Mamata Banerjee: ''আই অ্যাম রিয়্যালি শকড। আরও কিছু হয়ত আলোচনার ছিল। কিন্তু যেহেতু এমন একটা দুঃসংবাদ এসে পৌঁছেছে তাই একটু আগে শেষ করলাম (বৈঠক)।''

Mamata Banerjee in Malda: মনটা খারাপ হয়ে গেল... বিপিন রাওয়াতের দুর্ঘটনার খবরে প্রশাসনিক বৈঠক থামিয়ে দিলেন মমতা
প্রশাসনিক বৈঠক শেষ করে উঠে পড়লেন মমতা।

Follow Us

মালদহ: এদিন বেশ মেজাজেই ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মালদহের প্রশাসনিক বৈঠকে তৃণমূল বিধায়ক ও পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছিলেন মুখ্যমন্ত্রী। জেলার বিভিন্ন এলাকার খবরাখবর নিচ্ছিলেন। হঠাৎই মুঠো ফোনে চোখ যেতে কপাল কুঞ্চিত হল তাঁর। তার পর ছন্দপতন। কিছুক্ষণ পরেই প্রশাসনিক বৈঠক তড়িঘড়ি শেষ করে উঠে গেলেন মুখ্যমন্ত্রী।

তামিলনাড়ুতে সেনা চপার ভেঙে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছেন দেশের সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত (CDS Bipin Rawat)। সেই খবর প্রশাসনিক বৈঠকে বসেই পান মুখ্যমন্ত্রী। তার পরই তাল কাটল বৈঠকে। মাঝপথেই প্রশাসনিক বৈঠক শেষ করে উঠে গেলেন মমতা। ফোন হাতে নিয়ে আমলাদের দিকে তাকিয়ে বলেন, ‘ভেরি স্যাড দেখো, চিফ অফ ডিফেন্স বিপিন রাওয়াতের এয়ার ক্র্যাশ হয়েছে… তামিলনাড়ুতে। ভেরি স্যাড।’ ‘এয়ার কন্ডিশন ভাল ছিল না?’ প্রশ্ন করেন আমলাদের দিকে তাকিয়ে।

তার পরই চুপচাপ হয়ে গেলেন মমতা। বললেন, ‘মনটা খারাপ হয়ে গেল। খুব দুঃখের নিউজ।’ এর পর খবরাখবর নিতে দেখা যায় তাঁকে। বলেন, “দুঃসংবাদটা পেয়ে মন খারাপ হয়ে গেল। আরও কিছু আলোচনার ছিল। কিন্তু এত বড় দুঃসংবাদ এল…” তার কিছুক্ষণ পরেই পর বন্ধ করে দেন প্রশাসনিক বৈঠক।

উল্লেখ্য, বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ তামিলনাড়ুর কুন্নুরে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ে একটি এম আই -১৭ সেনা চপার। সেই চপারে ছিলেন সস্ত্রীক সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত-সহ মোট ১৪ জন। সেই খবর এসে পৌঁছতেই মালদহের প্রশাসনিক বৈঠক থামিয়ে দেন মুখ্যমন্ত্রী। বলেন, ”আই অ্যাম রিয়্যালি শকড। আরও কিছু হয়ত আলোচনার ছিল। কিন্তু যেহেতু এমন একটা দুঃসংবাদ এসে পৌঁছেছে তাই একটু আগে শেষ করলাম (বৈঠক)।”

এদিকে জানা যাচ্ছে, হেলিকপ্টার দুর্ঘটনায় গুরুতর আহত প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত। সূত্রের দাবি, হাই-টেনশন তারে ধাক্কা লেগেই ভেঙে পড়ে হেলিকপ্টারটি। মাটিতে আছড়ে পড়তেই আগুন ধরে যায় হেলিকপ্টারে। তবে সেনাবাহিনীর তরফে এখনও দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি। সেনা বাহিনীর ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট সহ মোট ১৪ জন উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। কপ্টারে দুইজন বায়ুসেনার পাইলটও উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, তাঁকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে ক্যান্টনমেন্টের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন দুর্ঘটনার খবর পেয়েই স্বাস্থ্য অধিকর্তাদের উচ্চমানের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। যাবতীয় চিকিৎসা সামগ্রীর দ্রুত ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় পরে টুইটারেও এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন।

আরও পড়ুন: Prabir Ghosal’s article in Jago Bangla: মমতার সঙ্গে ‘তুলনীয়া কেবল ইন্দিরা’ ‘জাগোবাংলা’য় আগুনে-কলম প্রবীরের

আরও পড়ুন: Congress Parliamentary Meeting: ‘সাংসদদের বরখাস্তের সিদ্ধান্ত অনৈতিক ও অসাংবিধানিক’, দাবি সনিয়ার 

Next Article