Dengue in Malda: প্রবল জ্বরে ভর্তি হাসপাতালে, ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মালদহে মৃত্যু ডেঙ্গি আক্রান্ত ব্যক্তির

Dengue in Malda: মাজাহারুলের বাড়ি মালদহের কালিয়াচক ২ ব্লকের মেহেরাপুরে। তাঁর অকাল মৃত্যুতে শোকের ছায়া পরিবারে। এদিকে তাঁর মৃত্যুর পর থেকে নতুন করে ডেঙ্গি উদ্বেগ বাড়তে শুরু করেছে এলাকায়। আতঙ্কের ছায়া এলাকার বাসিন্দাদের চোখেমুখে।

Dengue in Malda: প্রবল জ্বরে ভর্তি হাসপাতালে, ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মালদহে মৃত্যু ডেঙ্গি আক্রান্ত ব্যক্তির
ভয় বাড়ছে গোটা এলাকায়Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 27, 2023 | 12:05 AM

মালদহ: কিছুতেই যেন ডেঙ্গির দাপট কমছে না রাজ্যে। এবার ফের এক ব্যক্তির মৃত্যুর খবর মিলছে মালদহ থেকে। মৃতের নাম মাজাহারুল ইসলাম। বয়স ৪১। সূত্রের খবর, বিগত কয়েকদিন ধরে তিনি প্রবল জ্বরে পড়েছিলেন। সোমবার ভর্তি হয়েছিলেন জেলারই এক বেসরকারি হাসপাতালে। রক্ত পরীক্ষার রিপোর্ট এলে দেখা যায় তিনি ডেঙ্গির কবলে পড়েছেন। এদিন সেই বেসরকারি হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। 

মাজাহারুলের বাড়ি মালদহের কালিয়াচক ২ ব্লকের মেহেরাপুরে। তাঁর অকাল মৃত্যুতে শোকের ছায়া পরিবারে। এদিকে তাঁর মৃত্যুর পর থেকে নতুন করে ডেঙ্গি উদ্বেগ বাড়তে শুরু করেছে এলাকায়। আতঙ্কের ছায়া এলাকার বাসিন্দাদের চোখেমুখে। এদিকে উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ, বিগত কয়েক মাসে ডেঙ্গির দাপট বেড়েছে সব জায়গাতেই। আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। কলকাতাতে বর্তমানে ডেঙ্গির কবলে পড়েছেন ৪ হাজারের বেশি মানুষ। তবে সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলেছে গ্রামাঞ্চল থেকে।

চলতি মাসের রিপোর্ট বলছে গোটা রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৫ হাজারের বেশি। গ্রামাঞ্চলে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গিয়েছে। রানাঘাট থেকে আমডাঙা, বনগাঁ থেকে হরিণঘাটা, শান্তিপুর থেকে হাবরা, সর্বত্রই বেড়েছে আক্রান্তের সংখ্যা। এরইমধ্যে এবার মালদহে নতুন মৃত্যুর খবরে উদ্বেগ বাড়তে শুরু করে নানা মহলে। কপালে চিন্তার ভাঁজ প্রশাসনেরও।