Narendra Modi in Malda: ‘অনেক জায়গায় তো ভাষাই বদলে যাচ্ছে’, বাংলায় বড় দাবি প্রধানমন্ত্রীর
Malda: প্রধানমন্ত্রী আরও বলেন, "অনুপ্রবেশকারীদের জন্য কোথাও কোথাও ভাষা বদলে যাচ্ছে। মালদহ, মুর্শিদাবাদ সহ অনেক জেলায় দাঙ্গাও বাড়ছে। সরকারের সঙ্গে এই অনুপ্রবেশকারীদের যোগ ছিন্ন করতে হবে।" বিজেপি সরকার গঠন হলে অনুপ্রবেশকারীদের উপর বড় অ্য়াকশন নেওয়া হবে বলেও বার্তা দেন তিনি।

মালদহ: বাংলায় অনুপ্রবেশকারী ইস্যুতে বারবার সরব হয়েছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। এসআইআর আবহে সেই প্রশ্ন আরও তীব্র হয়েছে। শনিবার পশ্চিমবঙ্গের মালদহে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের একবার তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সরকারের বিরুদ্ধে। অনুপ্রবেশকারীদের মদত দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। এদিন মালদহে বন্দে ভারত স্লিপার ট্রেন সহ একাধিক ট্রেনের উদ্বোধন করার পর জনসভায় গিয়ে মোদী আরও বলেন, ‘বাংলার কোনও কোনও জায়গার ভাষা পর্যন্ত বদলে গিয়েছে।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুপ্রবেশকারীদের প্রসঙ্গে বলেন, “বিশ্বের সব উন্নয়নশীল দেশ, যেখানে টাকার অভাব নেই, সেখানেও অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ থেকেও অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া জরুরি। এক এক করে বের করে দেওয়া উচিত। কিন্তু তৃণমূল থাকলে সেটা সম্ভব নয়। তৃণমূল আপনাদের জমির সুরক্ষা দেবে না।”
তিনি আরও বলেন, “তৃণমূল নেতারা বছরের পর বছর অনুপ্রবেশকারীদের এখানে বসাচ্ছে। অনুপ্রবেশকারীরা কাজ ছিনিয়ে নিচ্ছে, টাকা নিচ্ছে, অত্যাচার করছে, দেশে আতঙ্ক ছড়াচ্ছে।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “অনুপ্রবেশকারীদের জন্য কোথাও কোথাও ভাষা বদলে যাচ্ছে। মালদহ, মুর্শিদাবাদ সহ অনেক জেলায় দাঙ্গাও বাড়ছে। সরকারের সঙ্গে এই অনুপ্রবেশকারীদের যোগ ছিন্ন করতে হবে।” বিজেপি সরকার গঠন হলে অনুপ্রবেশকারীদের উপর বড় অ্য়াকশন নেওয়া হবে বলেও বার্তা দেন তিনি।
