Madhyamik Cheating: কেউ চড়েছে গাছে, কেউ ঝুলছে কার্নিশে, মাধ্যমিকে এইবারও জারি টুকলির ‘ট্র্যাডিশন’

Mar 07, 2022 | 7:13 PM

Malda: মালদার কালিয়াচক ৩ নম্বর ব্লকের কুম্ভিরার ঘটনা। সেখানে কুম্ভিরা হাইস্কুলে ধরা পড়ল টুকলির ছবি। পরীক্ষা শুরুর ঘণ্টা খানেকের মধ্যেই কয়েকজন যুবক রীতিমত কসরত করে গাছে উঠে, স্কুল কার্নিশে চড়ে যায়।

Follow Us

মালদা: মাধ্যমিকের (Madhyamik) সেই একই ট্র্যাডিশন। দেদার জারি টুকলি। কোথাও দেখা গেল গাছে উঠছে কেউ-কেউ, কোথাও আবার পুলিশের চোখ এড়িয়ে চড়েছে স্কুলের ছাদের কার্নিসে। তবে লাগাতার চলেছে নকল। আর এই সমস্ত ছবি ধরা পড়ল টিভি ৯ বাংলার ক্যামেরায়।

মালদার কালিয়াচক ৩ নম্বর ব্লকের কুম্ভিরার ঘটনা। সেখানে কুম্ভিরা হাইস্কুলে ধরা পড়ল টুকলির ছবি। পরীক্ষা শুরুর ঘণ্টা খানেকের মধ্যেই কয়েকজন যুবক রীতিমত কসরত করে গাছে ওঠে, স্কুল কার্নিশেও চড়ে যায়। এরপর সেখান থেকেই নকল সাপ্লাই করতে থাকে তাঁরা। পরে পুলিশের নজর পড়তেই যথাযথ পদক্ষেপ করা হয়। বৈষ্ণবনগর থানার আরও পুলিশ পৌঁছায় স্কুলে। ধাওয়া করে তারা। পুলিশের তাড়া খেয়ে অনেকে পালিয়ে যায়। তবে একজন ধরাও পড়ে। আটক যুবকের নাম সুমিত প্রামাণিক। বাকিদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ।

মালদা: মাধ্যমিকের (Madhyamik) সেই একই ট্র্যাডিশন। দেদার জারি টুকলি। কোথাও দেখা গেল গাছে উঠছে কেউ-কেউ, কোথাও আবার পুলিশের চোখ এড়িয়ে চড়েছে স্কুলের ছাদের কার্নিসে। তবে লাগাতার চলেছে নকল। আর এই সমস্ত ছবি ধরা পড়ল টিভি ৯ বাংলার ক্যামেরায়।

মালদার কালিয়াচক ৩ নম্বর ব্লকের কুম্ভিরার ঘটনা। সেখানে কুম্ভিরা হাইস্কুলে ধরা পড়ল টুকলির ছবি। পরীক্ষা শুরুর ঘণ্টা খানেকের মধ্যেই কয়েকজন যুবক রীতিমত কসরত করে গাছে ওঠে, স্কুল কার্নিশেও চড়ে যায়। এরপর সেখান থেকেই নকল সাপ্লাই করতে থাকে তাঁরা। পরে পুলিশের নজর পড়তেই যথাযথ পদক্ষেপ করা হয়। বৈষ্ণবনগর থানার আরও পুলিশ পৌঁছায় স্কুলে। ধাওয়া করে তারা। পুলিশের তাড়া খেয়ে অনেকে পালিয়ে যায়। তবে একজন ধরাও পড়ে। আটক যুবকের নাম সুমিত প্রামাণিক। বাকিদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ।

Next Video