AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malda: ৪৬ জন ছাত্রীর কন্যাশ্রী প্রকল্পের টাকা গায়েব, কাঠগড়ায় স্কুলের সহকারি প্রধান শিক্ষক

Malda: চলতি বছরের জানুয়ারি মাসে লিখিত অভিযোগ হলেও এখন পর্যন্ত ছাত্র-ছাত্রীরা তাঁদের টাকা পাওয়া তো দূর অস্ত, অভিযুক্তদের বিরুদ্ধে কোন ব্যবস্থাও গ্রহণ করা হয়নি বলে অভিযোগ বঞ্চিত ছাত্রীদের।

Malda: ৪৬ জন ছাত্রীর কন্যাশ্রী প্রকল্পের টাকা গায়েব, কাঠগড়ায় স্কুলের সহকারি প্রধান শিক্ষক
কন্যাশ্রী প্রকল্পের টাকা গায়েবের অভিযোগ!Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 29, 2025 | 2:00 PM
Share

মালদহ:  মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রীতে ব্যাপক দুর্নীতির অভিযোগে সরগরম মানিকচক। মালদহের মানিকচক ব্লকের এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪৬ জন ছাত্রীর কন্যাশ্রী প্রকল্পের টাকা গায়েব। অভিযোগ, স্কুলের সহকারি প্রধান শিক্ষক তথা মানিকচক ব্লকের তৃণমূলের প্রাক্তন সভাপতি সুনন্দ মজুমদারের বিরুদ্ধে। তাঁর স্ত্রী আবার তৃণমূলেরই পঞ্চায়েত প্রধান। এই মর্মে মানিকচক ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয় ছাত্র-ছাত্রীদের তরফে।

চলতি বছরের জানুয়ারি মাসে লিখিত অভিযোগ হলেও এখন পর্যন্ত ছাত্র-ছাত্রীরা তাঁদের টাকা পাওয়া তো দূর অস্ত, অভিযুক্তদের বিরুদ্ধে কোন ব্যবস্থাও গ্রহণ করা হয়নি বলে অভিযোগ বঞ্চিত ছাত্রীদের। এদিকে এই বিতর্কের মধ্যেই এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে কন্যাশ্রী বঞ্চিত ছাত্রীদের সঙ্গে দেখা করেন। প্রথমে ছাত্রীদের বাড়ি যান। তারপর বিদ্যালয়ে গিয়ে অফিসের দরজায় বসে পড়েন। কন্যাশ্রীর টাকা ফেরত এবং অভিযুক্তদের গ্রেফতার করে শাস্তির দাবি তুলে স্লোগান দিতে থাকেন। পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে আইনজীবীদের আইনি পরামর্শ নিয়ে আদালতের দ্বারস্থ হবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এস এফ আই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, “মেয়েদের হকের কন্যাশ্রী প্রকল্পের টাকা চুরি করে পালিয়ে গিয়েছে তৃণমূল নেতা তথা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।আমরা আইনজীবীদের আইনি পরামর্শ অনুযায়ী হাইকোর্টে মামলা করব।”

কন্যাশ্রী বঞ্চিত ছাত্রী পায়েল খাতুনের বক্তব্য, “আমাদের হকের টাকা সহকারি প্রধান শিক্ষক সুনন্দ মজুমদার চুরি করেছে। প্রশাসন কোনও ব্যবস্থা গ্রহণ করছে না। আজ এসএফআই এর রাজ্য সম্পাদক এসেছিলেন। আমাদের সঙ্গে কথা বলেছেন। পাশে থাকবেন আশ্বাস দিয়েছেন।”