Malda: হাসপাতালেই কিনা…, রাত পর্যন্ত স্বামীর সঙ্গেই ওয়ার্ডের বেডে ছিলেন… পরদিন সকাল হতে সেই স্বামীকেই যেখানে যে অবস্থায় দেখলেন
Malda: পেশায় শ্রমিক দুখু আহেরির জ্বর হওয়ায় গত মঙ্গলবার রাত দশটা নাগাদ পরিবারের সদস্যরা তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। বুধবার রাত এগারোটা পর্যন্ত স্বামীর সঙ্গেই ওয়ার্ডে ছিলেন চিন্তামনি আহেরি।

মালদহ: রাতে হাসপাতাল থেকে রহস্যজনকভাবে উধাও চিকিৎসাধীন রোগী। পরদিন হাসপাতাল চত্বরেই মিলল দেহ। ঘটনা ঘিরে শোরগোল মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। লিখিত অভিযোগ দায়ের সুপার এবং ইংরেজবাজার থানায়। জানা গিয়েছে, মৃত রোগীর নাম দুখু আহেরি। বয়স ৪৫। বাড়ি পুরাতন মালদহ থানার শুকানদিঘি এলাকায়।
পেশায় শ্রমিক দুখু আহেরির জ্বর হওয়ায় গত মঙ্গলবার রাত দশটা নাগাদ পরিবারের সদস্যরা তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। বুধবার রাত এগারোটা পর্যন্ত স্বামীর সঙ্গেই ওয়ার্ডে ছিলেন চিন্তামনি আহেরি। তাঁর অভিযোগ, পুরুষ ওয়ার্ডে মহিলা কাউকে থাকতে দেওয়া হবে না, এই বলে কর্তব্যরত নার্স এবং নিরাপত্তারক্ষীরা তাঁকে ওয়ার্ড থেকে বের করে দেন। এরপর বৃহস্পতিবার সকালে স্বামী কেমন রয়েছেন, খোঁজখবর নিতে তিনি আবার যান।
অভিযোগ, ওয়ার্ডে ঢুকে তিনি দেখেন, তাঁর স্বামীর বেড ফাঁকা। তিনি ওয়ার্ডে কোথাও নেই। হাসপাতালে খোঁজ নিয়ে জানতে পারেন, তাঁর স্বামী নিখোঁজ হয়ে গিয়েছেন। এরপরই শুরু হয় খোঁজাখুঁজি। অনেক পরে মেল মেডিসিন ওয়ার্ড থেকে মাত্র ১০০ মিটার দূরে মেডিক্যাল কলেজের নির্মীয়মান ভবন চত্বরে পড়ে রয়েছে তাঁর স্বামীর দেহ। এরপরই দেহ উদ্ধার করা হয়।
পরিবারের অভিযোগ চিকিৎসাধীন রোগী কীভাবে নিখোঁজ হলেন বেড থেকে? নিরাপত্তারক্ষী এবং নার্সরা কোথায় ছিলেন? এমএসভিপি বলেন, “গোটা বিষয়টি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কারও অবহেলা, দোষ প্রমাণিত হলে অবশ্যই ব্য়বস্থা নেওয়া হবে।”

