Malda Crime: রেললাইনে পরিত্যক্ত বাড়ির সামনে ঝুলছে মৃতদেহ, আসতে যেতে গায়ে কাঁটা দিচ্ছে পথচারীদের

Malda: মালদা শহরের কৃষ্ণপল্লী এলাকার ঘটনা। ওই ব্যক্তির মৃতদেহটি উদ্ধার করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

Malda Crime: রেললাইনে পরিত্যক্ত বাড়ির সামনে ঝুলছে মৃতদেহ, আসতে যেতে গায়ে কাঁটা দিচ্ছে পথচারীদের
ঝুলছে দেহ (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Jun 01, 2022 | 5:51 PM

মালদা: রেল লাইনের ধারে পরিত্যক্ত বাড়ি। আর সেই বাড়ির বাইরে ঝুলছে দেহ। ওই ব্যক্তিকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অনুমান। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

মালদা শহরের কৃষ্ণপল্লী এলাকার ঘটনা। ওই ব্যক্তির মৃতদেহটি উদ্ধার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। তবে যেভাবে তাঁর গলায় ফাঁস লাগানো ছিল। তাতে দেখে স্থানীয় বাসিন্দাদের অনুমান, খুন করে ওই ব্যক্তিকে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হবে। তবে তাঁর পরিচয় জানা যায়নি। শুধু জানা গিয়েছে, মালদা মেডিক্যাল কলেজের বিপরীতে রেল লাইনের ধারে কৃষ্ণপল্লী এলাকার একটি ঝুপড়ির চালের সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো ছিল অজ্ঞাত ওই ব্যক্তির। ঘটনার বিষয়ে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘আজ সকাল বেলায় আমরা প্রাতঃভ্রমণ করতে গিয়ে দেখি ভিড় জমে আছে। একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি গলায় দড়ি ধরে ঝুলছে।’

বস্তুত, আজ দমদমের পিকে গুহ রোডের বহুতলের এক আবাসনের নিচ থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করল দমদম থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, বুধবার ভোর রাতে কল্যাণ কুইলা নামের বছর একত্রিশের এক যুবককের মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। দেহ পড়ে থাকতে দেখে আবাসিকরা চটজলদি খবর দেন পুলিশে। দমদম থানার পুলিশ দেহটিকে উদ্ধার করে।

প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, বহুতল আবাসনের পাঁচ তলায় গত এক বছর ধরে সিকিউরিটি এজেন্সির কর্মী হিসাবে কাজ করতেন কল্যাণ কুইলা। তিনি এক রুমমেট এর সঙ্গে ভাড়া থাকতেন। এরপর বুধবার সকালবেলা রক্তাক্ত দেহ মেলায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ইতিমধ্যেই রুমমেট যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। পরিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ করেছে।