TMC MLA’s Car Attacked: সামনে থেকে ধাক্কা, ফলো করে আবার ধাক্কা মারল গাড়িতে! ‘প্রাণে মারার চেষ্টা’, বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের
Malda: মানিকচকের এনায়েতপুরে একটি খেলার অনুষ্ঠান ছিল। সেখান থেকে শনিবার রাতে ফেরার সময়ই এই ঘটনা ঘটে। মানিকচক থেকে ইংরেজবাজার ফেরার পথে, ইংরেজবাজার থানা এলাকায় মিলকির কাছে হঠাৎ একটি গাড়ি সামনে চলে এসে এবং ধাক্কা মারে।

মালদহ: বড় কোনও ষড়যন্ত্র? প্রাণে মারার চেষ্টা চলছে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রকে? এমনটাই বিস্ফোরক দাবি করলেন খোদ বিধায়ক নিজে। তাঁর অভিযোগ, মানিকচক থেকে ফেরার পথে একটি গাড়ি সামনে থেকে এসে তাঁর গাড়িতে ধাক্কা মারে। এরপরেও পিছন থেকে এসে বারবার ধাক্কা মারার চেষ্টা করে ওই গাড়ি। এরপরই প্রাণভয়ে পুলিশে খবর দেন মানিকচকের বিধায়ক।
জানা গিয়েছে, মানিকচকের এনায়েতপুরে একটি খেলার অনুষ্ঠান ছিল। সেখান থেকে শনিবার রাতে ফেরার সময়ই এই ঘটনা ঘটে। মানিকচক থেকে ইংরেজবাজার ফেরার পথে, ইংরেজবাজার থানা এলাকায় মিলকির কাছে হঠাৎ একটি গাড়ি সামনে চলে এসে এবং ধাক্কা মারে। বিধায়কের গাড়ি কোনওমতে পাশ কাটিয়ে এগিয়ে গেলে, সেই গাড়ি ফের অনুসরণ করে। পিছন থেকে এসেও গাড়িটি ধাক্কা মারে বলে অভিযোগ বিধায়কের। একাধিকবার ধাক্কা মারার চেষ্টা করে ওই গাড়িটি।
বিধায়ক সাবিত্রী মিত্রের সঙ্গে ছিলেন নিরাপত্তারক্ষীও। কোনওক্রমে তাঁরা রক্ষা পান। এরপরে পুলিশে ফোন করে অভিযোগ দায়ের করেন। বিধায়কের দাবি, পরিকল্পিতভাবে মারার চেষ্টা করা হচ্ছিল তাঁকে। সেই কারণেই গাড়িটি একবার সামনে থেকে, একবার পিছন থেকে ধাক্কা মারে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ওই গাড়িটির খোঁজ চলছে।
প্রসঙ্গত, দিনকয়েক আগেই মালদহে তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে গুলি করে খুন করা হয়। তারপরে আরও এক তৃণমূল কর্মীকে গুলি করে খুনের ঘটনা ঘটে। এবার মানিকচকের বিধায়কের দাবিতে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।