Maldah: ‘মালদহে এত অপরাধ কেন?’, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি

Maldah: মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ভাইরালেও এ জেলার 'পারফর্ম্যান্স' চোখ ধাঁধিয়ে দিয়েছে। ১১ জনের পরীক্ষা বাতিল করেছে পর্ষদ। অনেকের প্রশ্ন, মালদহ কি 'ক্রাইম হাব' হয়ে উঠছে? চুরি-ডাকাতি, ধর্ষণ-শ্লীলতাহানি, মাদক পাচার, চোরাচালান, জাল নোটের কারবারের গড় হয়ে উঠছে গৌড়বঙ্গ? এই ঘটনাকে সামনে রেখে মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্স মালদহের জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে চিঠি দেন।

Follow Us:
| Edited By: | Updated on: Feb 15, 2024 | 7:53 PM

মালদহ: কত ইতিহাসের সাক্ষী গৌড়বঙ্গ মালদহ। ইতিহাসপ্রিয় পর্যটকদের অনেকেরই পছন্দের ভ্রমণস্থল এই জেলা। এ জেলার আম, পাট, সিল্কের কদর জগৎজোড়া। অথচ সেই জেলা এখন নিয়মিত শিরোনামে উঠে আসে হিংসা, খুন, হানাহানির খবরকে টেনে তুলে। এবার তো মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ভাইরালেও এ জেলার ‘পারফর্ম্যান্স’ চোখ ধাঁধিয়ে দিয়েছে। ১১ জনের পরীক্ষা বাতিল করেছে পর্ষদ। অনেকের প্রশ্ন, মালদহ কি ‘ক্রাইম হাব’ হয়ে উঠছে? চুরি-ডাকাতি, ধর্ষণ-শ্লীলতাহানি, মাদক পাচার, চোরাচালান, জাল নোটের কারবারের গড় হয়ে উঠছে গৌড়বঙ্গ? এই ঘটনাকে সামনে রেখে মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্স মালদহের জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে চিঠি দেন।

সভাপতি জয়ন্ত কুণ্ডু বলেন, “চাঁচল, গাজোল, কালিয়াচক সমস্ত ব্লকে আজ আমরা ডেপুটেশন দিয়েছি। একইসঙ্গে মুখ্যমন্ত্রীকেও আমরা ডেপুটেশন দিলাম। সারা জেলাজুড়ে একের পর এক ঘটনা ঘটছে। গত এক বছরে ১৩-১৪টা ধর্ষণের ঘটনা ঘটেছে। সারা জেলায় মাদকদ্রব্য বিক্রি চলছে। প্রশাসনকে বারবার বলেছি এটা বন্ধ হওয়া দরকার। জেলায় সোনার দোকানে ডাকাতি বাড়ছে। কিছুদিন আগেই ৬ কোটি টাকার জিনিস খোয়া গিয়েছে চাঁচলে।”

একই বক্তব্য মালদহের সাধারণ মানুষেরও। সমাজসেবী লক্ষ্মণ ঘোষের কথায়, “আমরা খুব আতঙ্কিত। সবসময় একটা ভয় কাজ করছে। এই যে সরস্বতী পুজো গেল বুধবার। প্রতিবছর বাচ্চাদের কী ভিড় হয় রাস্তায়। এবার কিন্তু সেই উদ্দীপনাটা পর্যন্ত নেই। প্রতিদিন কিছু না কিছু ঘটে চলেছে। অভিভাবকরা ভীত, সন্ত্রস্ত। জানি না কোথায় এর শেষ হবে। আমরা বাড়ি থেকে কী বেরোব, বাচ্চাদের কী স্কুলে পাঠাব, ভয় লাগছে। মাদকের স্বর্গরাজ্য হয়ে উঠছে জেলাটা।”

চিত্রশিল্পী প্রদ্যোৎ মজুমদার বলেন, “ইন্টারনেটের যুগ। সবকিছু এত তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছে, নতুন প্রজন্ম খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাঁকা পথেই হাঁটতে চাইছে তারা।” ক্রিমিনাল সাইকোলজিস্ট রঞ্জন ভট্টাচার্যের কথায়, “সীমান্ত, সীমানা দুই-ই রয়েছে এই জেলা ঘিরে। তাই বিভিন্ন সময় আমরা দেখি গরুপাচার, নারীপাচার, অস্ত্রপাচার, জালনোট পাচার, এমনকী ওষুধ পাচার পর্যন্ত চলে।”

নিম্ন-মধ্যবিত্তদের জন্য সুখবর, বাড়তে পারে কর ছাড়ের সীমা!
নিম্ন-মধ্যবিত্তদের জন্য সুখবর, বাড়তে পারে কর ছাড়ের সীমা!
৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ছুঁল জিও, টাটা মোটরস! আপনারও কি বিনিয়োগ ছিল?
৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ছুঁল জিও, টাটা মোটরস! আপনারও কি বিনিয়োগ ছিল?
বাজেটে রেলের জন্য কী কী থাকতে পারে নির্মলার সীতারামনের তালিকায়?
বাজেটে রেলের জন্য কী কী থাকতে পারে নির্মলার সীতারামনের তালিকায়?
বাঙ্কার খুঁজে পাওয়া নিয়ে কী বললেন বি‌এস‌এফ অফিসার?
বাঙ্কার খুঁজে পাওয়া নিয়ে কী বললেন বি‌এস‌এফ অফিসার?
হুড়মুড়িয়ে পড়ছে, আর কত নামবে শেয়ার বাজার?
হুড়মুড়িয়ে পড়ছে, আর কত নামবে শেয়ার বাজার?
মেয়ের মৃত্যুর পর না কেঁদে মিডিয়া সামলাচ্ছেন কীভাবে? প্রশ্ন কুণালের
মেয়ের মৃত্যুর পর না কেঁদে মিডিয়া সামলাচ্ছেন কীভাবে? প্রশ্ন কুণালের
Suvendu :নেতাজীর কথা বলতে গিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ শুভেন্দুর মুখে?
Suvendu :নেতাজীর কথা বলতে গিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ শুভেন্দুর মুখে?
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?