Malda: মাত্র ২০ দিন আগে হয়েছে রাস্তা! হাত দিলেই উঠে যাচ্ছে ছাল-চামড়া
Malda: কাজ শেষ হওয়ার পর রাস্তার চেহারা দেখে কিছুই বোঝার উপায় ছিল না। কিন্তু কাজ অত্যন্ত নিম্নমানের হওয়ায় ২০ দিন যেতে না যেতেই কংক্রিট ঢালাই রাস্তার বুক থেকে কংক্রিটের আস্তরন উঠতে শুরু করে দেয়।

মালদহ: মাত্র ২০ দিনের মধ্যে বেহাল অবস্থা হল রাস্তার। উঠে গেল ছাল-চামড়া। নতুন রাস্তা তৈরির ২০ দিনের মধ্যেই একেবারে ভগ্ন দশা। অবস্থা দেখে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করলেন মালদহের রতুয়ার বাসিন্দারা। কংক্রিট উঠে রাস্তা আবার খানাখন্দে পরিণত হয়েছে।
বুধবার সকাল থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন রতুয়া-১ নম্বর ব্লকের চৌধুরী মোড় এলাকার বাসিন্দারা। ওই এলাকায় মাত্র ২০ দিন আগেই ওই কংক্রিটের ঢালাই দিয়ে রাস্তা তৈরি করা হয়েছিল। পঞ্চায়েতের বরাদ্দ করা অর্থে কাজ করে স্থানীয় এক ঠিকাদার সংস্থা। প্রায় ২ লক্ষ টাকা খরচ করে মাত্র ৪৪ মিটারের কংক্রিটের রাস্তা তৈরি হয়।
কাজ শেষ হওয়ার পর রাস্তার চেহারা দেখে কিছুই বোঝার উপায় ছিল না। কিন্তু কাজ অত্যন্ত নিম্নমানের হওয়ায় ২০ দিন যেতে না যেতেই কংক্রিট ঢালাই রাস্তার বুক থেকে কংক্রিটের আস্তরন উঠতে শুরু করে দেয়। জায়গায় জায়গায় খানাখন্দ তৈরি হয়। এই বিষয়ে স্থানীয়রা পঞ্চায়েতের দৃষ্টি আকর্ষণ করে নতুন করে রাস্তা তৈরির দাবি জানাচ্ছেন বাসিন্দারা।
এরই মধ্যেই ঠিকাদার সংস্থার লোকজনেরা রাস্তার কিছু কিছু অংশ মেরামতির কাজ শুরু করেন। যা দেখে স্থানীয় বাসিন্দারা রীতিমতো ক্ষুব্ধ। তারা দায়সারা মেরামতির পরিবর্তে নতুন করে রাস্তা তৈরির দাবিতে রতুয়া-ভালুকা রাজ্য সড়ক অবরোধ করেন। পুলিশ গিয়েও অবরোধ তুলতে ব্যর্থ হয়। শেষমেশ রতুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান আবু শোয়েব আলি ঘটনাস্থলে ছুটে যান। তিনি গ্রামবাসীদের নতুন করে রাস্তার কাজ করার আশ্বাস দেন। তবে এলাকায় তীব্র ক্ষোভ অব্যাহত।
