Malda: গঙ্গা কেড়েছিল বাড়ি, এখন ঝুপড়িও জ্বলে গেল আগুনে
Malda: ঘটনাটি ঘটেছে মালদহের বৈষ্ণবনগর থানা এলাকার বীরনগর গ্রাম পঞ্চায়েতের দুর্গারামটোলার। সেখানেই আগুনে ভষ্মীভূত ২৬টি গঙ্গা ভাঙনপীড়িতের বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আনুমানিক দুপুর ২টো নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে।

মালদহ: বর্ষার সময় গঙ্গা গিলে খেয়েছিল বাড়ি। নিঃস্ব হয়ে গিয়েছিলেন ওঁরা। ঘরের চিহ্নটুকু রাখেনি গঙ্গা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে ধীরে-ধীরে ফের তারা বাড়ি বানিয়েছিলেন। ঠিক বাড়ি বলা চলে না। ঝুপড়ি বানিয়েছিলেন। সেইটিই তাঁদের কাছে সবকিছু ছিল। কিন্তু এবার আগুনে ভষ্মীভূত হয়ে গেল সেই ঘরও।
ঘটনাটি ঘটেছে মালদহের বৈষ্ণবনগর থানা এলাকার বীরনগর গ্রাম পঞ্চায়েতের দুর্গারামটোলার। সেখানেই আগুনে ভষ্মীভূত ২৬টি গঙ্গা ভাঙনপীড়িতের বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আনুমানিক দুপুর ২টো নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই সেই আগুন গ্রাস করে ফেলে পুরো এলাকাকে।
আগুনের করাল গ্রাস থেকে নিজেদের কোনও সামগ্রী বাঁচাতে পারেনি একটিও পরিবারও। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী এবং দমকল কর্মীরা। স্থানীয়রা জানিয়েছেন, দুপুরে কোনও একটি বাড়িতে রান্নার সময় আগুন লাগে। সেই আগুনে ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আগুন লাগার ঘটনাতে বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডারও ফেটেছে বলেও দাবি স্থানীয়দের। যার ফলে আগুন আরও তীব্রভাবে প্রভাব বিস্তার করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান পিঙ্কু দাস। পাশাপাশি জনপ্রতিনিধি পরিতোষ সরকার জানিয়েছেন, “প্রশাসনের সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহযোগিতা করার ব্যবস্থা করা হচ্ছে।”





