মালদা: বিজেপি করার মাশুল? প্রকাশ্যেই এক বিজেপি নেতাকে (Bengal BJP) উলঙ্গ করে পিটিয়ে দু’ পা ও হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। নেতাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত তাঁর স্ত্রীও, অবিযোগ এমনটাও। নির্বাচনের আবহে (West Bengal Assembly Elections 2021) এই নৃশংস ঘটনার সাক্ষী থাকল পুরাতন মালদা (Maldah)। আশঙ্কাজনক অবস্থায় ওই বিজেপি নেতা ও তাঁর স্ত্রী হাসপাতালে ভর্তি।
শুক্রবার সকালে পুরাতন মালদার মহিষবাথানি এলাকার বাসিন্দা আবদুল রহমান তাঁর স্ত্রীকে নিয়ে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। অভিযোগ সে সময়ই তাঁর ওপর তৃণমূল কর্মী সমর্থকরা হামলা চালায়। মারধর করতে করতে তাঁর জামা প্যান্ট ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ। দু’পায়ের ওপর লাঠি দিয়ে বেপরোয়া আঘাত করা হয়। চোট লাগে হাতেও। তাঁকে বাঁচাতে গিয়ে মারাত্মক জখম হন স্ত্রীও। তাঁর ওপরও চলতে থাকে অত্যাচার। বিজেপি নেতার স্ত্রীর দাঁত ভেঙে যায়। পরে স্থানীয়রা চলে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে অভিযোগ।
নিগৃহীত বিজেপি নেতার ছেলে মোজ্জামেল হক এই ঘটনায় মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের স্বামী জাহাঙ্গির আলমের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। ২৯ নম্বর জেলা পরিষদের বিজেপি সংখ্যালঘু যুব মোর্চার সভাপতি মোজ্জামেলের অভিযোগ, “আমরা বিজেপি করি বলে আমাদের ওপর অত্যাচার করত মহিষবাথানি গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী জাহাঙ্গির আলম। আজ তার নেতৃত্বে আমার বাবা মা’র ওপর হামলা চালানো হল। ভোটের আগে ফের সন্ত্রাস ছড়াতে চাইছে তৃণমূল।”
আরও পড়ুন: কয়লাকাণ্ডে কলকাতার আরও এক ব্যবসায়ীর বাড়িতে সিবিআই, চলছে তল্লাশি
যদিও ঘটনার কথা অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতা। এলাকায় তৃণমূলের মুখপাত্র জয়দেব মণ্ডল বলেন, “এ ধরনের অভিযোগ সত্যি নয়। তবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি। অভিযোগ সত্যি প্রমাণিত হলে পুলিশ নিশ্চয় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।” আপাতত আশঙ্কাজনক অবস্থায় স্বামী-স্ত্রী দু’জনেই হাসপাতালে ভর্তি। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় ১১ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মোজ্জামেল।