Maldah Accident: দু’বন্ধু রোজই জগিংয়ে যায়, ছুটির সকালে দশম শ্রেণির ছাত্রকে দেখতে ভিড় জমল গ্রামে

Maldah Accident: আদিল শেখ ও নুরউদ্দিন মোমিন নওদার যদুপুর অঞ্চলের  বাসিন্দা। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, প্রত্যেকদিনই দুই বন্ধু একসঙ্গে ভোরে জগিং করতে বের হয়। তারপর ফিরে এসে বিশ্রাম নিয়ে টিউশনে যায়। দুই জনই দশম শ্রেণিতে পড়ে। 

Maldah Accident: দু'বন্ধু রোজই জগিংয়ে যায়, ছুটির সকালে দশম শ্রেণির ছাত্রকে দেখতে ভিড় জমল গ্রামে
কালিয়াচকে দুর্ঘটনাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 03, 2023 | 10:38 AM

মালদহ: দুই বন্ধু প্রত্যেকদিনই প্রাতঃভ্রমণে বেরোয়। রবিবার ছুটির দিনেও বেরিয়েছিল। হাইওয়ের ধার দিয়ে জগিং করতে থাকে তারা। বেপরোয়া গতির এক লরির ধাক্কায় মৃত্যু হল দু’জনের। ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচক থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আদিল শেখ (১৬)। আশঙ্কাজনক অবস্থায় আরও এক ছাত্রের। তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক লরিটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। অভিযুক্ত চালক পলাতক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আদিল শেখ ও নুরউদ্দিন মোমিন নওদার যদুপুর অঞ্চলের  বাসিন্দা। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, প্রত্যেকদিনই দুই বন্ধু একসঙ্গে ভোরে জগিং করতে বের হয়। তারপর ফিরে এসে বিশ্রাম নিয়ে টিউশনে যায়। দুই জনই দশম শ্রেণিতে পড়ে।

রবিবার ছুটির সকালে রাস্তা ঘাট ফাঁকাই ছিল। দুই বন্ধু হাইওয়ের ধার দিয়েই যাচ্ছিল বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। তাঁরা জানাচ্ছেন, নওদা যদুপুর অঞ্চলের সালেপুরের কাছে মালদহের দিক থেকে আসা একটি বাস দাঁড়িয়ে ছিল। সেই সময় একটি আলু বোঝাই লরি এসে বাসে ধাক্কা মেরে পাশের গর্তে পড়ে যায়। সেই সময় দশম শ্রেণিতে পড়া ওই দুই স্কুল ছাত্রকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আদিল শেখের। আশঙ্কাজনক অবস্থায় নুর উদ্দিন মোমিনকে স্থানীয় বাসিন্দারা  উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করে। ঘটনাস্থলে পৌঁছে বাস ও আলু বোঝাই লরিটিকে বাজেয়াপ্ত করেছে কালিয়াচক থানার পুলিশ।