মধ্যরাতে প্রতিবেশীর বাড়িতে হাজির তৃণমূল নেতা, তারপরই গণধোলাইয়ের শিকার!

অতুলের বাড়িতে পৌঁছন সোনু। খবর চাউর হতেই শনিবার রাতে ধুন্ধুমার কাণ্ড গ্রামে।

মধ্যরাতে প্রতিবেশীর বাড়িতে হাজির তৃণমূল নেতা, তারপরই গণধোলাইয়ের শিকার!
নিজস্ব চিত্র

Jan 24, 2021 | 5:01 PM

মালদহ: অভিযোগ মধ্যরাতে গিয়েছিলেন কাটমানি (Cut Money) আদায় করতে। তৃণমূল নেতাকে হাতেনাতে ধরলেন গ্রামবাসীরা। চলল গণধোলাই। চাঞ্চল্যকর ঘটনায় উত্তেজিত মালদার (Maldah) হরিশ্চন্দ্রপুর এলাকা।

অভিযোগ, আবাস যোজনার টাকা পাইয়ে দেওয়ার নাম করে হাজার হাজার টাকা কাটমানি আদায় করছিলেন সোনু ভাস্কর নামে তৃণমূলের ওই যুব নেতা। বাইসা রামনগর এলাকায় অতুল দাস নামে এক বাসিন্দার কাছ থেকে এক খেপে টাকাও নেন তিনি। এরপর আরও ২০ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ।  অতুল আগেই দশ হাজার টাকা দিয়ে দিয়েছিলেন। বাকি ছিল আরও হাফ টাকা। সেই টাকা আদায় করতেই অতুলের বাড়িতে পৌঁছন সোনু। খবর চাউর হতেই শনিবার রাতে ধুন্ধুমারকাণ্ড ওই গ্রামে।

আরও পড়ুন: নেতাজীকে নিয়ে রাজনীতি করবই, কারোর বাপের হিম্মত থাকলে আটকাক: দিলীপ

সোনুকে পাকড়াও করেন গ্রামবাসীরা। চলে চড় থাপ্পড়, মারধর। যদিও টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন যুব তৃণমূল নেতা সোনু ভাস্কর। কিন্তু তিনি কী করতে ওই এলাকায় গিয়েছিলেন, তার কোনও সদুত্তরও দিতে পারেননি। তদন্তে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস। অস্বস্তিতে মালদা জেলা তৃণমূল।

এপ্রসঙ্গে জেলা তৃণমূল মুখপাত্র শুভময় বসু বলেন, “অভিযোগ খতিয়ে দেখা হবে। এমনটা মোটেও কাম্য নয়। অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”