AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Narendra Modi: ‘মতুয়াদের কোনও চিন্তা নেই’, বাংলায় এসে বলে গেলেন মোদী

দেশ জুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হওয়ার পর থেকে আবেদনের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই অনেকে নাগরিকত্ব পেয়েছেন। কিছুদিন আগেই পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর দাস পরিবার নাগরিকত্ব পেয়েছে। আবেদনের মাত্র তিনমাসের মাথায় নাগরিকত্ব পেয়েছে পরিবার।

Narendra Modi: 'মতুয়াদের কোনও চিন্তা নেই', বাংলায় এসে বলে গেলেন মোদী
| Updated on: Jan 17, 2026 | 5:47 PM
Share

মালদহ: এসআইআর আবহে চিন্তায় রয়েছেন মতুয়া, নমঃশূদ্ররা। ভোটার তালিকায় তাঁদের নাম থাকবে তো? এই আশঙ্কায় এখনও ভুগছেন অনেকে। এবার বাংলায় এসে তাঁদেরই আশ্বাস দিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলে গেলেন, ‘কোনও চিন্তা নেই।’ এর আগে রানাঘাটে ভার্চুয়াল সভা করেছিলেন প্রধানমন্ত্রী। সেই সময় সভায় কিছু না বললেও পরে এক্স মাধ্যমে লিখেছিলেন মতুয়াদের সুরক্ষার কথা।

আজ, শনিবার মালদহে ট্রেন উদ্বোধনের পর জনসভা করেন নরেন্দ্র মোদী। সেই সভায় দাঁড়িয়ে মোদী বলেন, “মতুয়া, নমঃশূদ্রদের মতো যে শরণার্থীরা আছেন, তাঁদের কোনও চিন্তা নেই। সংবিধান এদের ভারতে থাকার অধিকার দেয়। আমরা সিএএ (নাগরিকত্ব সংশোধনী আইন) -এর মাধ্যমে তাঁদের পূর্ণ সুরক্ষা দিয়েছি।” বিজেপি ক্ষমতায় এলে শরণার্থীদের উন্নয়ন ত্বরাণ্বিত হবে বলে মন্তব্য করেন তিনি।

দেশ জুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হওয়ার পর থেকে আবেদনের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই অনেকে নাগরিকত্ব পেয়েছেন। কিছুদিন আগেই পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর দাস পরিবার নাগরিকত্ব পেয়েছে। আবেদনের মাত্র তিনমাসের মাথায় নাগরিকত্ব পেয়েছে পরিবার। এদিকে,  নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, সিএএ সার্টিফিকেট গৃহীত হবে এসআইআরে। 

এদিন মালদহবাসীর জন্য মোদী বলেন, আমের প্রসেসিং নিয়ে এখানে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। নদির ভাঙন নিয়েও এদিন সরব হন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘প্রত্যেকবার বৃষ্টি হলেও সব ভেসে যায়। আর বন্যাত্রান নিয়ে কী কী হয়েছে, তা আমার থেকে আপনারা ভাল জানেন।’