Malda: ঘরে ঢুকে বৃদ্ধাকে থেঁতলে খুন, ঘটনাস্থল আবার সেই মালদহ
Malda: উল্লেখ্য, এ দিকে, গতকাল রাতে মালদহে খুন হন এক ব্যক্তি। মদ খাওয়া নিয়ে বচসার জেরে খুনের ঘটনা ঘটে। জানা গিয়েছে, মালদার বৈষ্ণবনগর থানার বীরনগর এলাকায় নিরঞ্জন দাসের ঘুঘনি-মুড়ির দোকান রয়েছে। সেখানেই এলাকার তৃণমূল নেতা নিমাই ঘোষ বিনামূল্যে মদ সিঙারা চায়

মালদহ: বাড়িতে ঢুকে বৃদ্ধাকে থেঁতলে খুন। পাশে পড়ে রয়েছে লোহার রড। এই ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য এলাকায়। মালদহ চাঁচল থানার রানিকামাতের ঘটনা।মৃতার নাম রবিনা বেওয়া (৫০)। বাড়িতে ছোট নাতনীকে নিয়ে থাকতেন ওই বৃদ্ধা। দুই ছেলে ভিন রাজ্যে কাজ করে। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ঠিক কী কারণে খুন। কে বা কারা খুন করল। এই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সম্পত্তির কারণে কোনও বিবাদ। নাকি অন্য কোনও কারণ। তদন্ত শুরু করেছে পুলিশ। এ দিকে, গতকালও মালদহে গুলি করে খুনের খবর সামনে এসেছে। ফলত, বারবার এই ধরনের ঘটনা কেন ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “শুনলাম সন্ধেবেলা একজন মারা গিয়েছে। কোনওভাবে কেউ টের পায়নি। রাতের বেলা ঢুকে কেউ খুন করেছে। মনে হচ্ছে ওদের আত্মীয়দের মধ্যেই কেউ খুন করেছে ওকে। এর আগে এই পাড়ায় এমন কোনও ঘটনা ঘটেনি। তবে এবার এই ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়েছে।”
উল্লেখ্য, এ দিকে, গতকাল রাতে মালদহে খুন হন এক ব্যক্তি। মদ খাওয়া নিয়ে বচসার জেরে খুনের ঘটনা ঘটে। জানা গিয়েছে, মালদার বৈষ্ণবনগর থানার বীরনগর এলাকায় নিরঞ্জন দাসের ঘুঘনি-মুড়ির দোকান রয়েছে। সেখানেই এলাকার তৃণমূল নেতা নিমাই ঘোষ বিনামূল্যে মদ সিঙারা চায়। টাকা না দিয়েই চলে যায় তারা। এই নিয়ে বচসা বাধে। অভিযোগ, প্রতিবাদ করতেই আক্রমণ করা হয় নিরঞ্জনকে। বাধা দিতে যায় প্রদীপ কর্মকার। এরপরেই আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালায় নিমাই বলে দাবি। ঘটনাস্থলে মৃত্যু হয় প্রদীপের।





