Abdur Rahim Boxi: ‘সেনা দিয়ে মুখ্যমন্ত্রীকে ক্ষমতা থেকে টেনেহিঁচড়ে নামিয়ে দেবে…’, ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের

TMC Abdur Rahim Boxi News: তৃণমূল বিধায়ক তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধেও। এদিন তাঁকে বলতে শোনা যায়, 'পলাশির মীরজাফরকে আমরা দেখেছিলাম। আজ আমরা দেখছি পশ্চিমবঙ্গের আরেক মীরজাফরকে। সে বসে রয়েছে তমলুকের কাঁথিতে। রাজ্যের বিরোধী দলনেতা। আরও একজন মীরজাফর রয়েছে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এরা চিন্তাভাবনা করেছেন বাঙালিকে অশান্ত করে দেওয়ার।'

Abdur Rahim Boxi: সেনা দিয়ে মুখ্যমন্ত্রীকে ক্ষমতা থেকে টেনেহিঁচড়ে নামিয়ে দেবে..., ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের
তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সীImage Credit source: নিজস্ব চিত্র

| Edited By: Avra Chattopadhyay

Sep 16, 2025 | 10:22 AM

মালদহ: সেনা ব্যবহার করে মুখ্যমন্ত্রীকে পদচ্যুত করতে চায় বিজেপি, সোমবার এমনই অভিযোগ তুললেন মালদহ তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী। পাশাপাশি, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে ‘মীরজাফর’ বলে আক্রমণ করলেন তিনি।

সোমবার মালদহের রতুয়ার ১নং ব্লকের তৃণমূলের উদ্যোগে ভিন রাজ্যে বাঙালি হেনস্থার বিরোধিতায় একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেই কর্মসূচি চলাকালীন প্রথমে একটি মিছিল হয়। তারপর সভা। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক তথা মালদহে তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী। সেই পথসভা থেকেই বিজেপির দিকে আক্রমণাত্মক সুরে পরপর তোপ দাগেন তিনি।

এদিন মালতীপুরের তৃণমূল বিধায়ক বলেন, ‘এরা ভাবছে, রাষ্ট্রপতি শাসনের মধ্য়ে দিয়ে, বিএসএফ, সিআইএসএফ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শাসনব্যবস্থাকে টেনে হিঁচড়ে নামিয়ে দেবে। আর বাঙালির গৌরবময় নবান্নের দখল নিয়ে নেব।’ বলে রাখা ভাল, মালদহের বিধায়ক যখন এই মন্তব্য করছেন, সেই সময় কলকাতার ফোর্ট উইলিয়াম সাবেক বিজয় দূর্গে শুরু হয়েছে সেনাপতি সম্মেলন। খোদ প্রধানমন্ত্রী মোদী এসে ওই সম্মেলনের উদ্বোধন করেন। জওয়ানদের উদ্দেশে ভাষণ দেন। তারপর রওনা দেন বিহারের উদ্দেশ্যে।

শুধুই প্রধানমন্ত্রী কিংবা সেনা নয়। মালতীপুরের তৃণমূল বিধায়ক তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধেও। এদিন তাঁকে বলতে শোনা যায়, ‘পলাশির মীরজাফরকে আমরা দেখেছিলাম। আজ আমরা দেখছি পশ্চিমবঙ্গের আরেক মীরজাফরকে। সে বসে রয়েছে তমলুকের কাঁথিতে। রাজ্যের বিরোধী দলনেতা। আরও একজন মীরজাফর রয়েছে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এরা চিন্তাভাবনা করেছেন বাঙালিকে অশান্ত করে দেওয়ার।’

তৃণমূল বিধায়কের এমন মন্তব্যে বেজায় চটেছে বিজেপি। এদিন মালদহ জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ী বলেন, ‘ওনার মতো অশিক্ষিত লোক রাজনীতিতে একটাও নেই। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যে বৈঠক করলেন, তা দেশের প্রতিরক্ষা সংক্রান্ত। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। কিন্তু এই লোকটা না পড়াশোনা করেই এই ধরনের মন্তব্য করতে চলে এল।’