
বর্ধমান ও মালদহ: আজ বিশ্বকর্মা পুজো। উৎসব শুরুই হয়ে গেল। আর দিন কয়েক পরই মহালয়া, দুর্গাপুজো। পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে দিকে দিকে। তার মাঝেই আমেজ-আনন্দ আরও বাড়াতে হাজির হচ্ছে পুজোয় পালস ট্যাবলো। আজ পুজোয় পালসের ট্যাবলো পৌঁছে যাচ্ছে বর্ধমান ও মালদহে।
আজ, ১৭ সেপ্টেম্বর পুজোয় পালসের ট্যাবলো প্রথমে পৌঁছে যাবে বর্ধমান টাউন হলে। সকাল ১১ টা থেকে দুপুর ৩টে পর্যন্ত থাকবে এই ট্যাবলো। তারপর এই ট্যাবলো পৌঁছে যাবে নবভাত মোড় বা বাবুর বাগে। বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত থাকবে ট্যাবলো।
অন্যদিকে, মালদহতেও থাকবে আজ পুজোয় পালসের ট্য়াবলো। প্রথমে ট্যাবলো পৌঁছে যাবে মালদহ ওমেন্স কলেজে। সকাল ১১ টা থেকে ৩টে পর্যন্ত এখানে থাকবে ট্যাবলো। এরপর রবীন্দ্র অ্যাভিনিউ বাজার স্টাইলে পৌঁছে যাবে ট্যাবলো। বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত থাকবে পুজোয় পালসের ট্যাবলো। আপনি চাইলেই এই ট্যাবলো থেকে নতুন স্বাদের ক্য়ান্ডি চেখে দেখতে পারবেন।
গত ২ বছরের অভূতপূর্ব সাফল্যের পর এবার পুজোয় পালসের সিজন থ্রি। এবারের থিম গোল কা মোল, গোলের মূল্য। রাজ্যের কোণায় কোণায় পৌঁছে যাচ্ছে পুজোয় পালসের ট্যাবলো। আর সেই ট্যাবলো যেখানেই যাচ্ছে, সেখানে মানুষের উন্মাদনা চোখে পড়ছে।