Sirshendu Mukherjee: ‘শরীরটা খারাপ’, মালদায় বইমেলা উদ্বোধনে গিয়ে বলেছিলেন, কোভিড আক্রান্ত প্রবীণ সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়

Sirshendu Mukherjee: বইমেলার উদ্যোক্তারা জানাচ্ছেন, মালদায় এসেই শরীরের ভালো নেই বলে জানিয়ে ছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তখনই তাঁর হালকা জ্বর, সর্দি ছিল।

Sirshendu Mukherjee: 'শরীরটা খারাপ', মালদায় বইমেলা উদ্বোধনে গিয়ে বলেছিলেন, কোভিড আক্রান্ত প্রবীণ সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়
কোভিড আক্রান্ত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 11, 2022 | 2:19 PM

মালদা: করোনা আক্রান্ত প্রবীণ সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। বইমেলা উদ্বোধনের জন্য গত ২ জানুয়ারি মালদায় গিয়েছিলেন সাহিত্যিক। জানা যাচ্ছে, সেখানে গিয়েই অসুস্থ বোধ করছিলেন তিনি। হালকা জ্বর, সর্দি ছিল। এরপর কলকাতায় ফেরত চলে আসেন তিনি। পরীক্ষা করানোয় তাঁর রিপোর্ট পজিটিভি আসে। এদিকে, শেষ মুহূর্তে বাতিলও হয়ে যায় মালদা বইমেলা।

বইমেলার উদ্যোক্তারা জানাচ্ছেন, মালদায় এসেই শরীরের ভালো নেই বলে জানিয়ে ছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তখনই তাঁর হালকা জ্বর, সর্দি ছিল। সেখানে চিকিৎসকদের পরামর্শ নিয়ে ওষুধও খেয়েছিলেন। বই মেলার উদ্বোধনের জন্যে গিয়েছিলেন তিনি। উদ্বোধনও করেন, কিন্তু শরীর খারাপ থাকায় দ্রুত কলকাতায় ফেরত আসেন। এদিকে, করোনার আবহে শেষ মুহুর্তে স্থগিত করা হয় বইমেলাও।

প্রবীণ সাহিত্যিক আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন বলে খবর। তাঁর গায়ে হাতে পায়ে অল্প ব্যথা, ক্লান্তি রয়েছে। সর্দি, কাশি, দুর্বলতার মত উপসর্গও রয়েছে।

নতুন বছরের শুরুতেই মালদায় বইমেলার আসর বসার কথা ছিল। ৩ জানুয়ারি থেকে মালদা টাউনের বিএসএফ সংলগ্ন মাঠে  জেলা বইমেলা শুরু হত। সেই মতো ২ তারিখ উদ্বোধনও হয়। যেখানে উপস্থিত ছিলেন প্রবীণ সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।  এদিকে, মালদার জেলাশাসক রাজর্ষি মৈত্র, অতিরিক্ত জেলাশাসক কোভিড পজিটিভ  কোভিড পজিটিভ। ফলে শেষ মুহূর্তে মেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: বুধে বাবুঘাটে ট্রানজিট ক্যাম্প ঘুরে দেখবেন মুখ্যমন্ত্রী, খতিয়ে দেখবেন মেলার প্রস্তুতি

আরও পড়ুন: সব বিভাগ সচল রাখা সম্ভব হচ্ছে না, স্বাস্থ্য ভবনকে সাফ জানাল বিসি রায় শিশু হাসপাতাল