Malda Murder: ঘুমের মধ্যেই বাঁশ দিয়ে লাগাতার মার বাবার মাথায়, দোলের দিন আচমকা ভয়ানক মূর্তি ছেলের

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 19, 2022 | 12:29 PM

Malda: ঘটনাস্থান মালদার হরিশচলন্দ্রপুর থানা এলাকার সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। মৃত ব্যক্তির নাম অতুল মহলদার (৫২)।

Malda Murder: ঘুমের মধ্যেই বাঁশ দিয়ে লাগাতার মার বাবার মাথায়, দোলের দিন আচমকা ভয়ানক মূর্তি ছেলের
দেহ উদ্ধার (ফাইল ছবি)

Follow Us

মালদা: উৎসবের দিন যখন আনন্দে মাতোয়ারা বাংলা। সেই সময় মালদায় ঘটে গেল মর্মান্তিক ঘটনা। মা ও ভাই-বোনের চোখের সামনেই বাঁশ দিয়ে পিটিয়ে খুন ঘুমন্ত বাবাকে। তবে কেন নিজের বাবাকে খুন করল গুণধর ছেলে? সেই সময় বাকি পরিবারের সদস্যরা কী করছিলেন? নৃশংস এই ঘটনার পিছনে খুনির আসল উদ্দেশ্যই বা কী ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনাস্থান মালদার হরিশচলন্দ্রপুর থানা এলাকার সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। মৃত ব্যক্তির নাম অতুল মহলদার (৫২)। পেশায় তিনি দিনমজুর। স্থানীয় সূত্রে খবর, অতুল বাবু দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। দু’জন ছেলেই দিন মজুরের কাজের সঙ্গে যুক্ত। বড় ছেলের নাম সন্তোষ মহলদার ও ছোট ছেলে ভরত মহালদার।

গতকাল অর্থাৎ দোলের দিন হঠাৎ সকালে যখন অতুলবাবু ঘুমোচ্ছিলেন সেই সময় আচমকাই ছোট ছেলে ভরত বাঁশ হাতে উদ্যত হয় বাবাকে মারা জন্য। ঘুমের মধ্যেই বাবাকে মারতে শুরু করে। লাগাতার বাঁশপেটা করতে থাকে সে।গোটা বিছানা রক্তে লাল হয়ে যায়। মাথা থেঁতলে যায় অতুলবাবুর। এদিকে পরিবারের সদস্যদের উপস্থিতিতেই এই নির্মম ঘটনা ঘটেছে বলে খবর। পুলিশ অভিযুক্ত ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। পরিবারের দাবি ভরত মানসিক রোগের শিকার।দ্রুত রেগে যায়। কিন্তু পুলিশ এই বিষয়টি মানতে নারাজ। এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে বলেই মনে করছে পুলিশ।

পুলিশ আধিকারিক জানান, “মৃতদেহটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে ময়না তদন্তের জন্য। গতাকাল ওই ব্যক্তি ঘুমোচ্ছিলেন। আচমকাই ছেলেটি ওনার মাথায় বারি মারতে শুরু করে। এরপর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাণকে মালদা মেডিক্যালে নিয়ে আসা হয়। ”

আরও পড়ুন: Japan PM to Visit India: দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুতে আরও জোর, ভারত সফরে আসছেন জাপানের প্রধানমন্ত্রী

Next Article