Corona: ক্লাসে বসে অধ্যাপক জানলেন তিনি করোনা পজিটিভ, ভয়ে-আতঙ্কে কলেজ ছাড়লেন পড়ুয়ারা
Malda: নদিয়ার কেন্দ্রীয় বিদ্যালয়, শিলিগুড়ি কলেজের পর করোনা আতঙ্ক মালদহে।
মালদহ: নদিয়ার কেন্দ্রীয় বিদ্যালয়, শিলিগুড়ি কলেজের পর করোনা আতঙ্ক মালদহে। করোনায় (Corona) আক্রান্ত মালদহের চাঁচল কলেজের এক অধ্যাপিকা। আর সেই আতঙ্কে ক্লাস ছাড়লেন পড়ুয়ারা। উঠল কলেজ বন্ধ রাখার প্রস্তাব।
মালদহের সংশ্লিষ্ট কলেজের অধ্যাপিকার করোনা পজিটিভ হওয়ার খবরে সংক্রমণের আতঙ্কে ভুগছেন কলেজের অন্যান্য অধ্যাপক, অধ্যাপিকা থেকে শুরু করে ছাত্র-ছাত্রীরা। দেওয়া হয়েছে কলেজ বন্ধের রাখার প্রস্তাব। অধ্যাপক- অধ্যাপিকা থেকে কলেজের ক্লার্ক, সবাই চাইছেন আপাতত বন্ধ রাখা হোক কলেজ।
জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে করোনার উপসর্গ ছিল চাঁচল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা আরতী সাহার। সোমবার তিনি কলকাতা থেকে ফেরেন। এই অবস্থায় মঙ্গলবার তিনি কলেজে এসেছিলেন। দু’ দিন আগে তিনি করোনা পরীক্ষা করান। আর মঙ্গলবার কলেজে আসার পরই খবর পান তাঁর কোভিড পজেটিভ। সেই খবর চাউর হতেই তীব্র আতঙ্ক ছড়ায় কলেজে।
আরতি দেবী থাকেন চাঁচল শহরে। এদিন দুপুরে অধ্যাপিকার করোনা রিপোর্ট পজিটিভ আসায় সংক্রমণের আতঙ্ক ছড়িয়েছে তাঁর সহকর্মী থেকে শুরু করে ছাত্রছাত্রীদের মধ্যে। এই নিয়ে তাঁরা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত বিশ্বাস ও চাঁচল কলেজের প্রশাসক তথা মহকুমা শাসক কল্লোল রায়ের কাছে কলেজ বন্ধ রাখার আর্জি জানিয়েছেন।
অধ্যাপিকা করোনা পজিটিভ হওয়ায় কলেজের অফিস রুম, স্টাফ রুম ও গোটা কলেজ চত্বর স্যানিটাইজেশন করা হচ্ছে। এ বিষয়ে চাঁচল কলেজের কোষাধ্যক্ষ সুরজিৎ চ্যাটার্জি জানান, “আজ তিনি (অধ্যাপিকা) কলেজে এসেছিলেন, তার পরে আমরা জানতে পারি, তাঁর করোনা রিপোর্ট পজেটিভ। আমরা রীতিমতো আতঙ্কিত। কলেজ বন্ধ রাখা খুবই দরকার”।
চাঁচল কলেজের প্রশাসক তথা চাঁচলের মহকুমাশাসক কল্লোল রায় জানান, “কলেজ অধ্যাপিকার করোনা পজিটিভ হওয়ার বিষয়টি সামনে এসেছে। আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। বর্তমানে কলেজ অধ্যাপিকা হোম আইসোলেশনে রয়েছেন। পাশাপাশি কলেজের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা ও চতুর্থ শ্রেণির কর্মীদের করোনা টেস্ট করা হবে। ইতিমধ্যেই গোটা কলেজ চত্বরে স্যানিটাইজেশনের কাজ শুরু হয়েছে। পাশাপাশি কলেজ অধ্যক্ষের সঙ্গে কলেজ বন্ধ রাখার বিষয় নিয়ে আমার কথা হয়েছে। আশা করি, কলেজ বন্ধ করে দেওয়া হবে”।
গত ১৬ নভেম্বর রাজ্যের স্কুল-কলেজ খোলার পর একাধিক স্কুলের পড়ুয়া ও শিক্ষকের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। কিছুদিন আগেই নদিয়ার কেন্দ্রীয় বিদ্যালয়ের একসঙ্গে ২৯ পড়ুয়ার করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তার পর শিলিগুড়ি কলেজেও এক ছাত্রের করোনা ধরা পড়ায় আতঙ্কে ক্লাস ছেড়ে চলে যান তাঁর সহপাঠীরা।
আরও পড়ুন: Siliguri: শিলিগুড়ি পুরভোটের আগে পদ্মের খুশবু চলে গেলেন ঘাসফুলে!