AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC: ‘অরিজিনাল তৃণমূল’ কারা? দলেরই নেতাকে ‘পচা আপেল’ বলে বিঁধলেন বিধায়কমশাই

Malda TMC: মালদার চাঁচলের তৃণমূল বিধায়ক নিহাররঞ্জন ঘোষের বক্তব্য, "একটি ডালিতে একটি আপেল যদি পচে যায়, তাহলে তার প্রবণতা থাকে সব আপেলগুলিকে পচিয়ে দেওয়া। কিন্তু আমাদেরও ভুল হয়েছে, নেতৃত্বেরও ভুল হয়েছে। যখন যে আপেলটি পচেছিল, যদি সেদিনই পচা আপেল তুলে দেওয়া যেত... এটা আমাদের দুর্ভাগ্য।"

TMC: 'অরিজিনাল তৃণমূল' কারা? দলেরই নেতাকে 'পচা আপেল' বলে বিঁধলেন বিধায়কমশাই
তৃণমূলImage Credit: Facebook
| Edited By: | Updated on: Jan 01, 2024 | 6:45 PM
Share

মালদা: জেলায় জেলায় দলের প্রতিষ্ঠা দিবস পালন করল তৃণমূল কংগ্রেস। কিন্তু সেখানেও অস্বস্তি পিছু ছাড়ছে না। প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেই দলেরই নেতাদের একাংশের বিরুদ্ধে খোলাখুলি আক্রমণ শানালেন তৃণমূল বিধায়ক। মালদার চাঁচলের তৃণমূল বিধায়ক নিহাররঞ্জন ঘোষের বক্তব্য, “একটি ডালিতে একটি আপেল যদি পচে যায়, তাহলে তার প্রবণতা থাকে সব আপেলগুলিকে পচিয়ে দেওয়া। কিন্তু আমাদেরও ভুল হয়েছে, নেতৃত্বেরও ভুল হয়েছে। যখন যে আপেলটি পচেছিল, যদি সেদিনই পচা আপেল তুলে দেওয়া যেত… এটা আমাদের দুর্ভাগ্য।”

প্রসঙ্গত এদিন সরাসরি কারও নাম করেননি বিধায়ক। তবে মালদার হরিশ্চন্দ্রপুর ব্লক সভাপতি মানিক দাস এদিন পৃথকভাবে চারটি অঞ্চলকে নিয়ে দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান করেন। সেই নিয়ে আজ বিধায়ককে প্রশ্ন করা হলে তিনি বলেন, “দলের স্বার্থে করছেন কি না জানি না, তবে নিজের পকেটের স্বার্থে করছেন বলে আমার মনে হয়।” প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে ‘পচা আপেল’ নিয়ে খোঁচাও যে ওই ব্লক সভাপতির উদ্দেশেই দিয়েছিলেন, সেকথাও মেনে নিন তিনি। বললেন, “ব্লক সভাপতি পচা আপেলের মতো কাজ করেছেন বলেই তো আমি বলছি।”

উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে হরিশচন্দ্রপুর এলাকা তৃণমূলের ফল আশানুরূপ না হওয়ার জন্যও এই ব্লক সভাপতির দিকেই আঙুল তুললেন বিধায়ক। ‘নিলামের’ মাধ্যমে প্রার্থী পদ বিক্রি করার অভিযোগ তুলেলেন বিধায়ক নিহাররঞ্জন ঘোষ। হরিশচন্দ্রপুরের এই পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছেও নালিশ জানানো হয়েছে বলে জানিয়েছেন বিধায়ক।

বিধায়কের বক্তব্য, যাঁরা আজ তাঁর কর্মসূচিতে উপস্থিত ছিলেন, তাঁরাই ‘অরিজিনাল তৃণমূল’। আর অন্য জায়গায় যাঁরা পালন করছেন প্রতিষ্ঠা দিবস, তাঁরা ‘ব্যবসার’ জন্য ‘তৃণমূলের জামা’ গায়ে চাপিয়েছেন।

যদিও অন্যদিকে হরিশ্চন্দ্রপুর ব্লক সভাপতি মানিক দাসের বক্তব্য, ‘তৃণমূল কংগ্রসের জেলা সভাপতির নির্দেশেই প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে। আগামী দিনে বিজেপিকে এলাকা থেকে শূন্য করে আমরাই সাফল্য পাব।’