AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Panchayat polls 2023: ফের রক্ত ঝরল উত্তরবঙ্গে, মালদায় তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে

Panchayat polls 2023: দক্ষিণবঙ্গের পাশাপাশি এদিন দিনভর রক্ত ঝরেছে উত্তরবঙ্গে। কোচবিহার থেকে মালদা, সর্বত্রই দেখা গিয়েছে হিংসা-হানাহানির ছবি।

Panchayat polls 2023: ফের রক্ত ঝরল উত্তরবঙ্গে, মালদায় তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে
মালদায় খুন তৃণমূল কর্মীImage Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Jul 08, 2023 | 11:36 PM
Share

মালদা: সন্ধ্যা গড়িয়ে রাত হলেও হিংসা যেন থামছেই না বাংলায়। পঞ্চায়েত ভোটের (Panchayat polls 2023) ময়দানে ফের খুন উত্তরবঙ্গে। এবার মালদায় তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের (Murder) অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বৈষ্ণবনগরের ভগবানপুর এলাকায়। মৃত তৃণমূল কর্মীর নাম মতিউর রহমান। তাঁর বাড়ি ভগবানপুর কেবিএস এলাকায়। তৃণমূলের অভিযোগ, কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই মতিউরকে কুপিয়ে খুন করেছে। ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়েছে তাঁর পেটে। ঘটনাস্থলেই মৃত হয় ওই তৃণমূল কর্মীর। একইসঙ্গে দুপক্ষের সংঘর্ষে আরও ৬ জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। 

ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তির দাবিতে সরব হয়েছেন মতিউরের মা। তিনি বলছেন, “ভোট দিতে গিয়েছিল আমার ছেলে। ফেরার পথে ওকে ধরে পেটে চাকু মারে। আমার ছেলে টিএমসি করত। কংগ্রেসের লোকেরাই এসব করেছে। যারা করেছে তাঁদের কঠোর শাস্তি চাই।” 

দক্ষিণবঙ্গের পাশাপাশি এদিন দিনভর রক্ত ঝরেছে উত্তরবঙ্গে। কোচবিহার থেকে মালদা, সর্বত্রই দেখা গিয়েছে হিংসা-হানাহানির ছবি। ব্যাপক অশান্তি হয়েছে আলিপুরদুয়ারেও। চলেছে গুলি। অসমর্থিত সূত্রে খবর, পঞ্চায়েত ভোটের দিন রাজ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯ জনের।