Malda: গ্রামে রাত পাহারার সময় যুবককে নৃশংসভাবে কুপিয়ে খুন, তীব্র উত্তেজনা মালদহের ইংরেজবাজারে
Malda: ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় সিকান্দারপুরে। বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। মালদা-মানিকচক রাজ্য সড়ক অবরোধ করেন। পরিস্থিতি সামাল দিতে আসে পুলিশ। পুলিশের সঙ্গে গ্রামবাসীদের বচসা বাধে।

মালদা: গ্রাম পাহারা দিতে যাওয়া দুই যুবকের উপর হামলা দুষ্কৃতীদের। ধারালো অস্ত্র দিয়ে কোপের পর কোপ মারা হয়। হামলায় এক যুবকের মৃত্যু হয়েছে। অন্যজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার থানার সিকান্দারপুরে। তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশের পাশাপাশি নেমেছে ব়্যাফ।
মৃত যুবকের নাম শিবু মণ্ডল। আর আহত যুবকের নাম সূর্য মণ্ডল। জানা গিয়েছে, বর্তমান পরিস্থিতিতে গ্রামের লোকজন রাত পাহারার সিদ্ধান্ত নেন। শিবু ও সূর্য রাত পাহারা দিচ্ছিলেন। তাঁদের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হয় শিবুর। আশঙ্কাজনক অবস্থা সূর্যের।
ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় সিকান্দারপুরে। বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। মালদা-মানিকচক রাজ্য সড়ক অবরোধ করেন। পরিস্থিতি সামাল দিতে আসে পুলিশ। পুলিশের সঙ্গে গ্রামবাসীদের বচসা বাধে। ধস্তাধস্তি হয়। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে ব়্যাফ।
স্থানীয় বাসিন্দারা বলছেন, গত একমাস ধরে এই গ্রামে রাত পাহারা শুরু হয়েছে। পুলিশের সঙ্গে কথা বলেই স্থানীয় বাসিন্দারা রাত পাহারা দিচ্ছেন। তাঁদের অভিযোগ, বহিরাগতরা গ্রামে ঢুকে লুঠপাট চালিয়ে চলে যাচ্ছিল। গ্রামের মহিলাদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে। তাই, গ্রামে রাত পাহারার ব্যবস্থা করা হয়। সেজন্যই ওই দুই যুবকের উপর হামলা চালানো হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।
কারা এই দুই যুবকের উপর হামলা চালাল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য পুলিশ তৎপর রয়েছে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।

