Mamata Banerjee- Updates: মালদহেও একা লড়ার বার্তা মমতার, বললেন ‘বাংলাই পথ দেখাবে’

Mamata Banerjee: পদযাত্রার পর সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিতে যান মুখ্যমন্ত্রী মমতা। সাইকেল প্রদান সহ একাধিক পরিষেবা প্রদান করা হয় সভামঞ্চ থেকে। এদিনই ভারত জড়ো ন্যায় যাত্রার অংশ হিসেবে মালদহে থাকবেন রাহুল গান্ধীও।

Mamata Banerjee- Updates: মালদহেও একা লড়ার বার্তা মমতার, বললেন 'বাংলাই পথ দেখাবে'
মালদহে মমতাImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Jan 31, 2024 | 1:35 PM

মালদহ: লোকসভা নির্বাচনে সামনে রেখে একের পর এক জেলায় সফর করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ থেকে সেই সফর শুরু করেছেন তিনি। কোচবিহার, রায়গঞ্জের পর এবার তিনি পৌঁছে গেলেন মালদহে। বুধবার সকালেই সেখানে পৌঁছে যান তিনি। মালদহে পৌঁছেই হেঁটে এগিয়ে যান মমতা। পথে মন দেন জনসংযোগে। রাস্তার দু ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সঙ্গে এগিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী।

 কী কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, একনজরে

  1. যাদের বাড়ি গঙ্গায় তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের জন্য পরিকল্পনা করতে হবে। প্রয়োজনে নদী থেকে দূরে বাড়ি তৈরি করার জন্য জায়গা দিতে হবে: মমতা।
  2. মমতা বলেন, কংগ্রেস বারবার জিতেছে। আপনাদের জন্য কী করেছে? বরকত দা যখন ছিলেন তখন একটা গৌর ভবন করেছিলেন। তার অবস্থাও খারাপ। ওরা সিপিএম-এর সঙ্গে লড়বে বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য। কিন্তু বিজেপিকে হারাতে গেলে লড়াই আমরাই করতে পারব।
  3. মালদহের সভা থেকেও কংগ্রেসকে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি দাবি করেন, কংগ্রেস থেকে সাংসদ নির্বাচিত হলেও জেলার উন্নয়ন হয়নি কখনও।
  4. একজন মা-কে কীভাবে সংসার সামলাতে হয় জানেন তো? বললেন মমতা।
  5. ১০০ দিনের কাজে যাঁরা এখনও টাকা পাননি, ৩ তারিখে কলকাতায় আসুন। মালদহে বললেন মমতা। তিনি জানিয়েছেন ওই কর্মীদের এলাকার নেতারাই নিয়ে যাবেন। প্রয়োজনে খরচও দেবেন ওই নেতারাই।
  6. সকালে মালদহের রাস্তায় মুখ্যমন্ত্রী যখন হেঁটে এগিয়ে যাচ্ছেন, তখন তাঁর দিকে এগিয়ে আসেন সাধারণ মানুষ। তাঁদের কাছে টেনে নিয়ে কথা বলেন, তাঁদের কথা শোনেন মমতা।
  7. ‘একাই লড়ব’, মালদহে গিয়েও এ কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা। মালদহে কী কী কী উন্নয়ন হয়েছে, সেই ছবিও এদিন সভা মঞ্চ থেকে তুলে ধরেন মমতা।