রতুয়া: ভোটের দিন গ্রামবাসীদের জোড়াফুলে ভোট দিতে বলে বিতর্কে তৃণমূল নেতা তথা উত্তর মালদহ কেন্দ্রের প্রার্থী প্রসূণ বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ ‘ভোট ম্যানেজার’ শেখ ইয়াসিন। রতুয়া বিধানসভার হলদিবাড়ি গ্রামের বাসিন্দাদের একাংশ অভিযোগ করছিলেন তাঁদের ভোট দিতে দিচ্ছে না শাসকদল। সেই সময় সেখানে উপস্থিত হন ইয়াসিন। গ্রামবাসীদের ভোট দিতে যাওয়ার আহ্বান করার মাঝেই তিনি শাসকদলকে ভোট দিতে বলেন।
এক গ্রামের মহিলা বলেন, “কালকে এসেই আমায় বলছে ভোট দিতে হবে না তোকে। তোর মতো লোকের ভোট দিয়ে কী হবে।” অপরদিকে কংগ্রেস প্রার্থীর এজেন্ট অভিযোগ জানিয়ে বলেন, “আমরা দুজন এজেন্ট ছিলাম। কাগজপত্র নিয়ে যাব বলে বুথে ভিতরে যেতে গিয়েছি বাধা দিল তৃণমূলের গুণ্ডারা। বলছে যেতে হবে না।” এ দিকে আরও এক গ্রামবাসী অভিযোগ জানিয়ে বলেন, “হাত থেকে কাগজ কেড়ে নিয়ে বলছে ভোট হয়ে গিয়েছে চলে যাও।”
অপরদিকে, শেখ ইয়াসিন বলেন, “আমি তো রতুয়াতেই ঘুরে বেড়াচ্ছি…।” এই ঘটনার খবর পাওয়ার পর এলাকায় আসেন সিআরপিএফ জওয়ানরা। তাঁরা ইয়াসিনকে তার গাড়িতে ঊঠে এলাকার বাইরে চলে যেতে বলেন। সেই সময় শেখ ইয়াসিন নিজেকে সমাজসেবী বলে দাবি করেন। জওয়ানদের উদ্দেশ্যে তাঁকে বলতে শোনা যায়, “আমি তো সমাজকর্মী। আপনারা নিজেদের কাজ করুন…”