AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WB Police: ‘দিনে তিনবেলা গাড়ি ধরছে, আর টাকা চাইছে, লাইসেন্স ছাড়া দিল্লির গাড়ি নিয়ে ঘুরছে’, সিজ় করা গাড়ি নিয়ে অভিযানে পুলিশ? এলাকাবাসীর সঙ্গে তুমুল বচসা

West Bengal Police: এরপর পুলিশের সেই ব্যবহার করা গাড়ির ছবি তুলে রাস্তায় বিক্ষোভ দেখাতে থাকেন একদল মানুষ। অভিযোগ, প্রথমে সিভিকরা এসে বাধা দেয়, পরে দুজন পুলিশ অফিসার ছুটে যান। হাতাহাতি শুরু হয়ে যায় উভয় পক্ষেই।

WB Police: 'দিনে তিনবেলা গাড়ি ধরছে, আর টাকা চাইছে, লাইসেন্স ছাড়া দিল্লির গাড়ি নিয়ে ঘুরছে', সিজ় করা গাড়ি নিয়ে অভিযানে পুলিশ? এলাকাবাসীর সঙ্গে তুমুল বচসা
পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 11, 2025 | 5:03 PM
Share

মালদহ: আবার সিভিক ভলান্টিয়রের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। যার জেরে হাতাহাতি সিভিক এবং পুলিশের সঙ্গে। শুধু তাই নয়, ভিডিয়ো করতে যাওয়ায় মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা। যার জেরে উত্তেজনা ছড়ায় মালদহের মোথাবাড়ির গীতা মোড় এলাকায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যে সব গাড়ি পুলিশ বাজেয়াপ্ত করছে বিভিন্ন কেসে, সেই সকল গাড়ি নিয়ে অভিযানে যাচ্ছে পুলিশ। তারপর বেআইনি সেই গাড়ি করেই সিভিক ভলান্টিয়ররা মোটা টাকা চাইছে বলে অভিযোগ। এরপরই প্রতিবাদ করেন স্থানীয় বাসিন্দারা। ভিডিয়ো করতে যান তাঁরা। তখনই পুলিশ ও সিভিকের সঙ্গে হাতাহাতি হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এরপর পুলিশের সেই ব্যবহার করা গাড়ির ছবি তুলে রাস্তায় বিক্ষোভ দেখাতে থাকেন একদল মানুষ। অভিযোগ, প্রথমে সিভিকরা এসে বাধা দেয়, পরে দুজন পুলিশ অফিসার ছুটে যান। হাতাহাতি শুরু হয়ে যায় উভয় পক্ষেই।

স্থানীয় বাসিন্দা বলেন, “আমার ছোট ভাইয়ের বউ উচ্চ-মাধ্যমিক ক্যান্ডিডেট। পরীক্ষা দিয়ে ফিরছিল। গাড়ির কাগজ ঠিক আছে। তারপরও সিভিক পয়লা তুলছে। হঠাৎই আমার ড্রাইভারকে মেরেছে। দিনে তিনবেলা গাড়ি ধরে। একটা কোথা থেকে দিল্লির গাড়ি পেয়েছে। কোনও লাইসেন্স নেই ওটা নিয়ে পুলিশ ঘুরে বেড়ায়। সিভিকদের প্রচুর বাড়বাড়ন্ত। হেনস্থা করে। টাকা চায়। কখনও বলে একশো দাও।” আর এক মহিলা বলেন, “বাড়িতে ঢুকে সিভিক মারধর করছে। আমার বৌদিকে মেরেছে। আমার বাচ্চাটাকেও মেরেছে। ভিডিয়ো কেন করা হয়েছে ওই কারণে এই সব করেছে।”