AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দিলীপ ঘোষের সভার জন্য মিলছে না স্কুলের মাঠ, রাজনৈতিক তরজা মানিকচকে

বিজেপির অভিযোগ, তৃণমূল এর পিছনে কলকাঠি নাড়ছে। পাল্টা তৃণমূলের দাবি, ওরা যে এখানে এসে সভা করছে এটাই তো সৌভাগ্য।

দিলীপ ঘোষের সভার জন্য মিলছে না স্কুলের মাঠ, রাজনৈতিক তরজা মানিকচকে
দিলীপ ঘোষের সভার আগে চাপানউতোর বিজেপি-তৃণমূলের মধ্যে।
| Updated on: Dec 13, 2020 | 6:40 PM
Share

মালদহ: আগামী মঙ্গলবার মালদহে (Maldah) বিজেপি সাংসদ দিলীপ ঘোষের (Dilip Ghosh) জনসভা। জেলা বিজেপি নেতৃত্ব এই সভার জন্য মানিকচকের একটি স্কুল মাঠ বেছে নিয়েছিল। কিন্তু স্কুল কর্তৃপক্ষ সম্প্রতি জানিয়ে দিয়েছে, এইভাবে তারা কোনও রাজনৈতিক কর্মসূচির জন্য স্কুল মাঠ ব্যবহার করতে দিতে পারে না। এদিকে হাতেও একেবারে সময় নেই। বিজেপির অভিযোগ, তৃণমূল এর পিছনে কলকাঠি নাড়ছে। তারাই দিলীপ ঘোষের সভায় জনপ্লাবনের ভয়ে অনুমতি দিতে দিচ্ছে না। পাল্টা তৃণমূলের দাবি, সরকারি অনুমতি নিয়ে সভা করবে, তাতে তৃণমূলের দলীয় কোনও বক্তব্যের জায়গাই নেই। যদিও এ বিষয়ে কিছুতেই মুখ খুলতে রাজি নয় স্কুল কর্তৃপক্ষ।

আগামী ১৫ ডিসেম্বর মানিকচক বিধানসভা এলাকার মথুরাপুরে সভা করবেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, মথুরাপুর বিএসএস উচ্চবিদ্যালয়ের মাঠে সভার অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ তাতে সায় দেয়নি। পাল্টা তারা বলে, এই অনুমতি স্কুলের পক্ষে দেওয়া সম্ভব নয়। স্কুল বোর্ড এর অনুমতি লাগবে। স্কুল কর্তৃপক্ষ এই ধরনের সভার জন্য অনুমতি দিতে পারে না বলেই দাবি স্কুলের প্রধান শিক্ষকের।

আরও পড়ুন: তৃণমূল বহিষ্কার করেছে শুনেই মিষ্টিমুখ করালেন কণিষ্ক, বললেন ‘খুব শান্তি পেলাম’

এরপরই এই ঘটনায় তৃণমূলের ষড়যন্ত্রের অভিযোগ তুলে সরব হয় বিজেপি। মালদহ বিজেপির সহ-সভাপতি সন্তোষকুমার মণ্ডল বলেন, “আগামী ১৫ তারিখে মানিকচকের মথুরাপুরে সভা হবে। সে কারণে আমরা মথুরাপুর বিএসএস হাইস্কুলের মাঠের জন্য আবেদন করি। সেই আবেদনে কোনওমতেই সাড়া দিচ্ছে না স্কুল কর্তৃপক্ষ। প্রশাসনিক বা বর্তমান সরকারের চাপে পড়ে এই আবেদন মঞ্জুর করছেন না প্রধান শিক্ষক। আমরাও অনড়। মথুরাপুরেই দিলীপ ঘোষের জনসভা করব। বড় জনসভা করব। আমরা বিকল্প জায়গা খুঁজছি। জনজোয়ার হবে সেখানে। তৃণমূল সরকার ভয় পেয়ে গিয়েছে। তাই আমাদের আটকানোর চেষ্টা করছে।”

আরও পড়ুন: ‘বাংলা হিন্দুরাজ্য হবেই, হারের ভয়ে হতাশায় ভুগছেন মমতা’

অন্যদিকে মালদহের সভাধিপতি তৃণমূলের গৌরচন্দ্র মণ্ডলের কথায়, “কে কোথায় সভা করবে সেটা আমাদের ব্যাপার নয়। সরকারি ব্যাপার। কী কারণে অনুমতি দেয়নি, কেনই বা দেবে সেটা তাদের ব্যাপার। এতে তৃণমূলের চক্রান্তের কী আছে। ওরা যে এখানে এসে সভা করছে এটাই তো সৌভাগ্য। আমরা তো বাধা দিচ্ছি না। একটা দল সভা করবে তাতে আমাদের কী। ওদের ব্যাপার ওরা বুঝে নিক।”