AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বাংলা হিন্দুরাজ্য হবেই, হারের ভয়ে হতাশায় ভুগছেন মমতা’

প্রজ্ঞা সিং ঠাকুর বলেন, বাংলা অখণ্ড ভারতের অংশ। মমতা বন্দ্যোপাধ্যায় তা আলাদা করার চেষ্টা করছেন। কিন্তু বিধানসভা ভোটের পরই উনি বুঝে যাবেন।

'বাংলা হিন্দুরাজ্য হবেই, হারের ভয়ে হতাশায় ভুগছেন মমতা'
একুশের বিধানসভা ভোটে বাংলাই লক্ষ্য বিজেপির।
| Updated on: Dec 13, 2020 | 9:31 AM
Share

মধ্য প্রদেশ: বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুরের (Pragya Singh Thakur) নিশানায় এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রজ্ঞা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় হতাশায় ভুগছেন। উনি বুঝতে পেরেছেন ওঁর রাজত্ব শেষ হতে চলেছে। আগামী বিধানসভা ভোটে বিজেপিই জিতবে। বাংলায় হিন্দুরাজ কায়েম হবে।

সম্প্রতি ডায়মন্ড হারবারে (Diamond Harbour) বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) কনভয়ে হামলার ঘটনার রেশ পৌঁছেছে দিল্লি অবধি। বিষয়টিতে হস্তক্ষেপ করেছে স্বরাষ্ট্রমন্ত্রকও। নাড্ডার নিরাপত্তার দায়িত্বে থাকা তিন আইপিএস অফিসারের ‘অ্যাটাচ’ চেয়ে পাঠিয়েছে মন্ত্রক। এ বিষয়ে ভোপালের সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর বলেন, বাংলা অখণ্ড ভারতের অংশ। মমতা বন্দ্যোপাধ্যায় তা আলাদা করার চেষ্টা করছেন। কিন্তু বিধানসভা ভোটের পরই উনি বুঝে যাবেন।

বাংলার বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমেছে বিজেপি। এ ক্ষেত্রে রাজ্য নেতাদের উপর পুরোটা না ছেড়ে সর্বভারতীয় স্তরের নেতাদেরও মাঠে নামিয়েছে তারা। ইতিমধ্যেই একুশের ভোট প্রস্তুতিতে একাধিক কেন্দ্রীয় নেতা বাংলায় ঘুরে গিয়েছেন। আগামী কয়েক মাসে শাহ, নাড্ডাদের অস্থায়ী ঘাঁটি যে বাংলাই, তা অনুমেয়।

আরও পড়ুন: প্রত্যাহারই করতে হবে কৃষি আইন, ভুখা পেটে আন্দোলনের ডাক অন্নদাতাদের

ভোটের সময় যত এগিয়ে আসছে শাসক-বিজেপি লড়াইয়ে ততই চড়ছে বঙ্গ রাজনীতিতে উত্তেজনার পারদ। জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনা এই লড়াইকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। গত বৃহস্পতিবারের ঘটনার পর বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব বাংলার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে। এর আগে মধ্য প্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র এ নিয়ে সরব হন। এবার প্রজ্ঞা ঠাকুরের মুখেও একই কথা।