AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রত্যাহারই করতে হবে কৃষি আইন, ভুখা পেটে আন্দোলনের ডাক অন্নদাতাদের

কৃষকদের ১৮ দিনের এই আন্দোলনকে সর্বাত্মক রূপ দিতে সোমবার দেশজুড়ে জেলা অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছেন কৃষক-প্রতিনিধিরা।

প্রত্যাহারই করতে হবে কৃষি আইন, ভুখা পেটে আন্দোলনের ডাক অন্নদাতাদের
ফাইল চিত্র।
| Updated on: Dec 13, 2020 | 8:53 AM
Share

নয়া দিল্লি: কৃষি আইনের (Farm Laws) প্রতিবাদে রবিবার দিল্লি-জয়পুর হাইওয়ে অবরুদ্ধ করার ডাক দিয়েছেন কৃষকরা। এদিন সকাল ১১টায় রাজস্থানের শাহজাহানপুর থেকে দিল্লির পথে মিছিল করে বের হবেন কয়েক হাজার কৃষক। অন্যদিকে পঞ্জাব ও হরিয়ানা থেকে কৃষকদের ট্র্যাক্টর র‌্যালি বের হবে।

আরও পড়ুন: মুকুলের নামেও পড়ল পোস্টার, লেখা- “আমরা দাদার অনুগামী”

কয়েক হাজার অন্নদাতা অংশ নেবেন তাতে। দিল্লি সীমানায় বিরাট পুলিস বাহিনী মোতায়েন করা হয়েছে। লক্ষ্য, হাইওয়ে অবরুদ্ধ করা থেকে কৃষকদের প্রতিহত করা। কৃষকদের ১৮ দিনের এই আন্দোলনকে সর্বাত্মক রূপ দিতে সোমবার দেশজুড়ে জেলা অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছেন কৃষক-প্রতিনিধিরা। একইসঙ্গে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত না খেয়ে প্রতিবাদ দেখাবেন তাঁরা।

কেন্দ্রের নয়া তিন কৃষি আইন রদের দাবি তুলে গত প্রায় আড়াই সপ্তাহ ধরে দিল্লির বিভিন্ন সীমানায় অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। একাধিক দফায় কেন্দ্র ও কৃষক সংগঠনগুলির বৈঠক হলেও আলোচনা ‘নিষ্ফলা’। এমনকী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পর্যন্ত কৃষক প্রতিনিধিদের সঙ্গে বসেছেন। তাতেও কোনও সমাধান সূত্র বের হয়নি। কৃষকদের দাবি, কৃষি আইন তিনটি প্রত্যাহার করতে হবে। উল্টোদিকে, কেন্দ্র কোনওভাবেই আইন প্রত্যাহারে রাজি নয়। প্রয়োজনে সংশোধনের পথে যেতে চায় তারা। ইতিমধ্যে সংশোধনী প্রস্তাবও দেওয়া হয়েছে। এই নিয়ে দু’পক্ষের তরজায় গত কয়েকদিনে আলোড়ন পড়ে গিয়েছে রাজধানীতে, দেশজুড়ে।

আরও পড়ুন: এক ঘন্টা বিদ্যুৎ না থাকায় ৩ রোগীর মৃত্যু কোভিড হাসপাতালে

শনিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “আমরা কৃষকদের আয় বাড়াতে, তাঁদের আরও বেশি সমৃদ্ধ করে তুলতে সকল পদক্ষেপ করছি। আজ ভারতের কৃষকরা তাঁদের নিজেদের ফসল মান্ডিগুলির সঙ্গে বাইরেও বিক্রি করতে পারেন।”