AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee in Salboni: সোমে শালবনি সফরে মমতা, শিলান্যাস করবেন ১৬ হাজার কোটি টাকার তাপবিদ্যুৎ কেন্দ্রের

Mamata Banerjee in Salboni: শালবনি শিল্পের তালিকায় জুড়ে যাচ্ছে বিদ্যুৎও। ২ হাজার একরের শিল্পতালুক জমিতে গড়ে উঠতে চলেছে সেই তাপবিদ্যুৎ কেন্দ্র।

Mamata Banerjee in Salboni: সোমে শালবনি সফরে মমতা, শিলান্যাস করবেন ১৬ হাজার কোটি টাকার তাপবিদ্যুৎ কেন্দ্রের
প্রতীকী ছবিImage Credit source: Getty Image | PTI
Follow Us:
| Edited By: | Updated on: Apr 16, 2025 | 9:25 PM

পশ্চিম মেদিনীপুর: আগামী সোমবার শালবনি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, জিন্দাল গোষ্ঠীর একটি তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করতে পশ্চিম মেদিনীপুরে পা রাখতে চলেছেন তিনি।

সূত্রের খবর, ২১ এপ্রিল অর্থাৎ সোমবার কলকাতা থেকে মেদিনীপুরে পৌঁছে সেখানকার সার্কিট হাউসে রাত কাটাবেন মুখ্যমন্ত্রী। তারপর ২২ তারিখ অর্থাৎ মঙ্গলবার যোগ দেবেন দমকল–সহ বিভিন্ন সরকারি প্রকল্পের একটি উদ্বোধনী অনুষ্ঠানে।

এই বছর আয়োজিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকেই বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগের কথা ঘোষণা করেছিলেন জিন্দাল গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর সজ্জন জিন্দাল। তিনি জানিয়েছিলেন, পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ৮০০ মেগা ওয়াটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করতে চলেছে তারা। এই মর্মে ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে তাদের শিল্পগোষ্ঠী। এবার কয়েক মাস কাটতেই সেই কেন্দ্রেরই শিলান্যাস করতে চলেছেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য়, ২০০৮ সালে এই শালবনিতে হওয়ার কথা ছিল ইস্পাত কারখানা। সাধারণ মানুষের থেকে পাওয়া জমিতে শিলান্যাসও হয়েছিল কারখানার। কিন্তু তা আর তৈরি হয়ে ওঠেনি। ঘরের কাছে চাকরির স্বপ্ন অধরাই থেকে যায় শালবনির বাসিন্দাদের। পরিবর্তে ২০১৮ সাল নাগাদ তৈরি হয় বাংলার বৃহত্তম সিমেন্ট কারখানা। কিন্তু তারপরেও শিল্পের প্রতি টান কমেনি শালবনির। আশা ছিল আরও কিছু তৈরি হবে। এবার নির্বাচনের আগেই সেই স্বপ্নপূরণ করে শালবনি শিল্পের তালিকায় জুড়ে যাচ্ছে বিদ্যুৎও। ২ হাজার একরের শিল্পতালুক জমিতে গড়ে উঠতে চলেছে সেই তাপবিদ্যুৎ কেন্দ্র। জিন্দাল গোষ্ঠীর কথায়, ‘এবার দেশের পাওয়ার হাউস হবে এই বাংলা।’ সফল হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রতিশ্রুতি।