পিএফ অফিসে দালাল চক্র, বহরমপুরে গ্রেফতার ১

Dec 01, 2020 | 7:11 PM

এই ঘটনায় মুর্শিদাবাদের সুতি থানার ব্যাঙডুবি মোড় সংলগ্ন এলাকা থেকে পুলিস ১ জনকে গ্রেফতার করেছে। তদন্তের স্বার্থে তাঁর পরিচয় জানায়নি পুলিস।

পিএফ অফিসে দালাল চক্র, বহরমপুরে গ্রেফতার ১
বহরমপুরে পি এফ অফিসে দালালচক্র

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: প্রফিডেন্ট ফান্ড অফিসে দালাল চক্র! মুর্শিদাবাদের (Murshidabad)  বহরমপুরে সম্প্রতি এই অভিযোগ উঠেছে (PF withdrawal)। গ্রেফতার করা হয়েছে ১ জনকে।

সম্প্রতি অভিযোগ তুলেছেন দেবীপুরের বাসিন্দা জাহির হোসেন। বাবার প্রফিডেন্ট ফান্ডের টাকা তোলার জন্য অনলাইনে আবেদন জানিয়েছিলেন তিনি। তাঁর অভিযোগ, প্রফিডেন্ট ফান্ড অফিস থেকে ফোন করে বলা হয় কাগজে ভুল রয়েছে (PF withdrawal)। এইভাবে টাকা তোলা যাবে না। অতিরিক্ত ১৫০০ টাকা দিতে হবে।

আরও পড়ুন: অভিষেকের সভায় অনুপস্থিত মৌসম বেনজরি নুর, শুরু জল্পনা

কী ভুল রয়েছে, তা সঠিক ভাবে বলা হয় না বলে অভিযোগ। এমনকি ফাইল আটকে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়। প্রভিডেন্ট ফান্ড দফতরের কর্মীরাও এর সঙ্গে জড়িত রয়েছেন বলে অভিযোগ তাঁর। এই ঘটনায় মুর্শিদাবাদের সুতি থানার ব্যাঙডুবি মোড় সংলগ্ন এলাকা থেকে পুলিস ১ জনকে গ্রেফতার করেছে। তদন্তের স্বার্থে তাঁর পরিচয় জানায়নি পুলিস।

Next Article