Fox Death: বিদ্যুতের তারের সংস্পর্শে এসে ১২ টি শিয়ালের একসঙ্গে মৃত্যু

Kousik Dutta

Kousik Dutta | Edited By: অবন্তিকা প্রামাণিক

Updated on: Mar 19, 2023 | 12:51 PM

Fox Death: মুর্শিদাবাদের ডোমকলের আমিনাবাদ বিশ্বাসপাড়া এলাকার ঘটনা। সেখানে হাই ভোল্টেজ বিদ্যুতের তার ছিঁড়ে মৃত্যু হয়েছে ১২টি শিয়ালের।

Fox Death: বিদ্যুতের তারের সংস্পর্শে এসে ১২ টি শিয়ালের একসঙ্গে মৃত্যু
প্রচুর শিয়ালের মৃত্যু (নিজস্ব চিত্র)

ডোমকল: মাঠে কাজের জন্য গিয়েছিলেন কৃষকরা। তখনই আচমকা বিদ্যুতের শক লাগে তাঁদের। শরীরে রীতিমত আলোড়ন খেলে যায়। এরপরই এক কৃষক ছুটতে ছুটতে বাকিদের জানাতে যান। কিন্তু এরই মধ্যে হল বিপত্তি। মাঠের মধ্যে পড়ে একের পর এক শিয়ালের দেহ। যার জেরে চাঞ্চল্য ছড়াল এলাকায়।

মুর্শিদাবাদের ডোমকলের আমিনাবাদ বিশ্বাসপাড়া এলাকার ঘটনা। সেখানে হাই ভোল্টেজ বিদ্যুতের তার ছিঁড়ে মৃত্যু হয়েছে ১২টি শিয়ালের। ওই ঘটনায় ডোমকল বিদ্যুত দফতর ও আধিকারিকদের উপর ক্ষোভ প্রকাশ করেছেন। জানা গিয়েছে, ডোমকল থেকে আমিনাবাদ ভায়া হয়ে অম্বরপুর এলাকায় ৪ নং ফিডারে বিদ্যুৎ সরাবরাহ হয় মাঠের ওই ১১ হাজার ভোল্টেজের তার দিয়ে।

শনিবার সকালে দুর্বল অবস্থা থাকা তারের একাংশ হঠাৎ মাটিতে ছিঁড়ে পড়ে। কিন্তু তা কারোর জানা ছিল না। সকাল সকাল ওই এলাকারই এক ব্যাক্তি মাঠে কৃষিকাজে যান। তখনই ওই তারের ধারে কাছে যেতেই শক লাগে তাঁর। তৎক্ষনাত ছুটে এসে এলাকার বাকিদের জানান তিনি। তখনই স্থানীয় এক কম্পিউটারের দোকানদার বিদ্যুৎ অফিতে ফোন করে ৪ নং ফিডার সাটডাউন করেন। এই ঘটনার পর এক এক করে ১২ টি শিয়ালের মৃতদেহ দেখতে পায়।

যার সঙ্গে তারের সংষ্পর্শ ছিল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে ছেড়া তার মেরামত করেন বিদ্যুৎ দফতরের কর্মীরা। তারপর ডোমকল পৌরসভার গাড়ি এসে মৃত ১২ টি শিয়ালকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। যদিও ওই ঘটনায় স্থানীয় বাসিন্দারা ডোমকল বিদ্যুৎ দফতর ও আধিকারিকদের উপর ক্ষোভ প্রকাশ করেন। ওই ঘটনায় ডোমকল বিদ্যুৎ দফতরের ষ্টেশন ম্যানেজার গোলাম মহিউদ্দিন আহাম্মেদকে একাধিকবার ফোন করেও ফোন তিনি ধরেননি।

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla