Murshidabad Bomb Recover: বাংলায় অভিনব বোমা! লাল-নীল-সবুজ- শিশুর জন্য ভয়ঙ্কর মৃত্যুর ফাঁদ

Murshidabad Bomb Recover: জানা গিয়েছে, ফরাক্কার মহেশপুরে শিবতলা গ্রামের একটি নির্মীয়মান বাড়ি থেকে ২৫টি বোমা উদ্ধার হয়েছে। ওই বাড়ি সংলগ্ন জঙ্গল থেকে আরও পাঁচটি বোমা উদ্ধার হয়েছে।

Murshidabad Bomb Recover: বাংলায় অভিনব বোমা! লাল-নীল-সবুজ- শিশুর জন্য ভয়ঙ্কর মৃত্যুর ফাঁদ
বোমা উদ্ধারImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 24, 2023 | 12:59 PM

মুর্শিদাবাদ: বাক্সের মধ্যে রয়েছে গোলাপি, সবুজ রঙের বল। আপাত দৃষ্টিতে মনে হবে বলই! রাস্তায় যদি পড়ে থাকে, খেলার বল ভেবে বাচ্চারা অনায়াসেই হাতে তুলে নেবে। তারপর, ঘটবে সেই অঘটন। বল ভেবে খেলতে গিয়ে শিশুর মৃত্যু। আর এবার পেটো বোমা নয়, লাল, নীল, সবুজ রঙের বোমা উদ্ধার হল মুর্শিদাবাদের ফরাক্কায়। এমন অভিনব রঙের বোমা উদ্ধারে রীতিমতো আতঙ্কিত প্রতিবেশীরা। শিশুর জন্য ভয়ঙ্কর মৃত্যুর ফাঁদ বলে মনে করছেন তাঁরা। একসঙ্গে তিরিশটি তাজা বোমা উদ্ধার হয়েছে ফরাক্কায়।

জানা গিয়েছে, ফরাক্কার মহেশপুরে শিবতলা গ্রামের একটি নির্মীয়মান বাড়ি থেকে ২৫টি বোমা উদ্ধার হয়েছে। ওই বাড়ি সংলগ্ন জঙ্গল থেকে আরও পাঁচটি বোমা উদ্ধার হয়েছে। আর এই বোমাগুলিকে উদ্ধার করেছে কেন্দ্রীয় বাহিনী ও ফরাক্কা থানার পুলিশ। ইতিমধ্যে ঘটনাস্থল ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। বোম্ব স্কোয়্যাডকে খবর দেওয়া হয়েছে।

এ দিন গোপন সূত্রে আগেই থেকেই খবর পেয়েছিল পুলিশ যে ওই স্থানে বোমা বাঁধার কাজ চলেছে। আর সেই খবর পেয়েই জওয়ান ও পুলিশ আধিকারিকরা ওই এলাকায় পৌঁছয়। কিন্তু কাউকেই গ্রেফতার করতে সক্ষম হয়নি তারা। স্থানীয় তৃণমূল নেতা বলেন, “দলীয় নির্দেশ মেনে তৃণমূল কর্মীরা অত্যন্ত শান্তভাবে পঞ্চায়েত নির্বাচন করেছে। আমাদের প্রতিজ্ঞা ছিল হাজার প্ররোচনা সত্ত্বেও আমরা কোনও গণ্ডগোল করব না। তার ফল হিসাবে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। ওরাই ভোটের আগে প্রচুর অস্ত্র-বোমা মজুত করেছিল। আর যদি কোনও তৃণমূল নেতা যুক্ত থাকেন প্রয়োজনে তাঁকেও গ্রেফতার করুন।” অপরদিকে, স্থানীয় সিপিএম যুব নেতা বলেন, “যখন থেকে এখানে তৃণমূল খারাপ ফল করেছে তখন থেকেই ওরা এখানে আশান্তি গণ্ডগোল করছে। হতাশাগ্রস্ত হয়ে গিয়েই এই কীর্তি করছে ওরা।”

উল্লেখ্য, পঞ্চায়েত ভোট মিটলেও প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। প্রধান কে হবেন তা বণ্টনের পালা এখনও সম্পূর্ণ হয়নি। এই সবের মধ্যে আবার শাসকদলের গোষ্ঠী কোন্দল জিইয়ে রয়েছে। ফলে প্রশ্ন উঠছে কে বা কারা এই কাজ করেছে সেই সংক্রান্ত বিষয়ে।