Accident: মর্মান্তিক! গাড়ি দুর্ঘটনা প্রাণ কাড়ল একই পরিবারের ৬ জনের
Death: একটি চারচাকা করে এগারো জন যাচ্ছিলেন।
পূর্ব বর্ধমান: সকাল-সকাল মর্মান্তিক খবর। বড়সড় দুর্ঘটনা ঘটে গেল রাজ্যে। কলকাতা(Kolkata) থেকে মুর্শিদাবাদ (Murshidabad) ফিরছিলেন এগারো জন সদস্য। পথেই যে বিপদ ওত পেতে অপেক্ষা করছিল তাঁদের জন্য তা একমুহুর্তের জন্য টের পাননি তাঁরা। গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল ওই পরিবারের পাঁচজনের।
মৃতরা হলেন রাসেদ শেখ(৬০), সায়েনুর খাতুন(১৭), সোনালী খাতুন(১৯), সায়ন শেখ (৩)। এদের প্রত্যেকের বাড়িই মুর্শিদাবাদের বড়ঞা থানার সোদপাড়া এলাকায়। বাকিদের নাম এখনও জানা যায়নি।
সূত্রের খবর, আজ ভোরে বর্ধমানের কামনাড়া এলাকায় একটি চারচাকা গাড়ি করে ওই এগারো জন যাচ্ছিলেন। এরপর বর্ধমান কাটোয়া রোডের কামনাড়া এলাকায় তাদের গাড়ি একটি ডাম্পারে ধাক্কা মারে। এরপরই শেষ হয়ে যায় সবকিছু। এলাকাবাসী এসে উদ্ধার করে সকলকে। তড়িঘড়ি হাসপাতালে পাঠানো হয় তাঁদের। সেখানেই পাঁচজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের প্রত্যেকের চিকিৎসা চলছে। জানা গিয়েছে, গতকাল এয়ারপোর্ট থেকে পরিবারের এক সদস্যকে নিয়ে ফিরছিলেন তাঁরা। বাড়ুিতে নিয়ে আসার পথে দুর্ঘটনাটি ঘটে।
মৃতের পরিবারের এক আত্মীয় শেখ আলাউদ্দিন জানান,” যতদূত খবর পেয়েছি তাতে যেটুকু জানতে পারছি যে ওদের টাটাসুমোর সঙ্গে একটি ডাম্পারের ধাক্কা লাগে। তারপরই এই ঘটনা। বাকিদের অবস্থা আশঙ্কাজনক। ওরা কোনও কথাই বলতে পারছে না। মাথায় আঘাত লেগেছে খুব।”
শোকার্তের বাড়িতে যান বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। তিনি বলেন, “খুবই মর্মান্তিক ঘটনা। কালকে কালীপুজো, দীপাবলির রাত ছিল। এই পরিবারের এক সদস্য মুম্বইয়ে কাজ করেন। সেই কারণে পরিবারের একজন সদস্য বাদে বাকি সবাই ওনাকে কলকাতা বিমানবন্দরে আনতে যায়। সেই সময় গাডির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা। আমি খবর পাওয়া মাত্রই ওই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এই পরিবারের পাশে দাঁড়িয়েছি। এখন সাময়িক কিছু সাহায্য করে গেলাম। আমি সবসময়ই এই পারিবারের পাশে রয়েছি।”
উল্লেখ্য, প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনা। দেশে প্রতিবছরই প্রায় দেড় লক্ষ মানুষের মৃত্যু হয় পথ দুর্ঘটনায় (Road Accident)। বিগত পাঁচ বছর ধরে এমনই পরিসংখ্য়ান রয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রক(Union Ministry of Road Transport and Highways)-র কাছে। দেশে পথ দুর্ঘটনা এবং তার জেরে মৃত্যু কমাতেই এ বার কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের তরফে ৭,২৭০ কোটি টাকার রাজ্য সহায়তা প্রকল্পের সূচনা করা হচ্ছে, যা মাধ্যমে পথ দুর্ঘটনা কমানোর চেষ্টা করা হবে।
পাশাপাশি কেন্দ্রের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পথদুর্ঘটনায় আহতদের যথা সময়ের মধ্যে হাসপাতালে পৌঁছে দিলে দেওয়া হবে উপযুক্ত পারিতোষিক। সম্প্রতি কেন্দ্রের তরফে এরকমই এক কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে। ২০২১ সালের ১৫ অক্টোবর থেকে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত এই কর্মসূচির আওতায় পুরস্কার দেওয়া হবে। এই কর্মসূচিতে মহতী সেই ব্যক্তি (Good Samaritans) বছরে সর্বাধিক পাঁচবার ৫ হাজার টাকা করে পারিতোষিক পেতে পারেন।