Murshidabad: দোলের বিকালে ফুটবল খেলতে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড, সোজা হাসপাতালে পাঠাতে হল ৭ বছরের ছেলেটাকে
Murshidabad: স্থানীয় সূত্রে খবর, শুক্রবার বিকালে এলাকারই বাচ্চাদের সঙ্গে বাড়ির পাশে ফুটবল খেলছিল বাচ্চাটি। সেখানেই মজুত ছিল বেশ কিছু বোমা। খেলতে খেলতেই আচমকা ফুটবল গিয়ে পড়ে মজুত থাকা বোমার উপরে।

ভরতপুর: ভরতপুর দোলের বিকালে ভয়াবহ ঘটনা মুর্শিদাবাদের ভরতপুর থানার অন্তর্গত হরিশ্চন্দ্রপুর গ্রামে। ফুটবল খেলতে গিয়ে বোমা ফেটে আহত শিশু। সাহিল সেখ নামে ওই সাত বছরের ওই শিশুকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু, বাচ্চাদের খেলার জায়গায় বোমা এল কোথা থেকে? উঠছে প্রশ্ন। এলাকায় চলছে চাপানউতোর।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার বিকালে এলাকারই বাচ্চাদের সঙ্গে বাড়ির পাশে ফুটবল খেলছিল বাচ্চাটি। সেখানেই মজুত ছিল বেশ কিছু বোমা। খেলতে খেলতেই আচমকা ফুটবল গিয়ে পড়ে মজুত থাকা বোমার উপরে। বোমা ফেটেই তাতেই গুরুতরভাবে জখম হয় সাহিল। স্থানীয় বাসিন্দারাই তাঁকে উদ্ধার চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। কে বা কারা ওখানে বোমা রাখল সে বিষয়ে খোঁজ-খবর চালাচ্ছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার বাসিন্দাদের।
কান্নায় ভেঙে পড়েছে আহত শিশুটির মা। তিনি বলছেন, “দুপুরে ও খেলতে গিয়েছিল। কিন্তু সেখানে গিয়ে যে কাণ্ড হয়ে যাবে বুঝতে পারিনি। শুনলাম ওখানেই বোমা রাখাছিল। বোমার উপরে ফুটবলটা পড়তেই ওটা ফেটে যায়।” যদিও এলাকারই এক বাসিন্দা বলেন, “বলটা কুড়োতে গিয়েছিল ওরা। থখন ছেলেটার পা বোমার উপর পড়ে যায়। তাতেই ফেটে যায়। ছেলেটার পা দুটো মারাত্মকভাবে জখম হয়েছে। কিন্তু কে বা কারা বোমা রেখেছিল বুঝতে পারছি না।”





