AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Adhir Chowdhury: ‘দিদি নিজেই চান না’, বাংলায় কংগ্রেস-তৃণমূল জোট নিয়ে বিস্ফোরক অধীর

Adhir Chowdhury: বস্তুত, এ দিন সাংবাদিক বৈঠকে জোট নিয়ে মন্তব্য করেন অধীর। একই সঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন। এ দিন স্পষ্ট বলেছেন,বাংলায় কংগ্রেস নিজের মতো লড়ছে। তৃণমূলও নিজের মতো লড়ছে। অধীর বলেছেন, "আমরা আমাদের মতো চলছি। কে এল গেল তার ধার-ধারিনা। এই মুর্শিদাবাদে তৃণমূল-বিজেপি-কে একবার নয় বারবার হারিয়েছি। আবার হারাব।"

| Edited By: | Updated on: Dec 30, 2023 | 4:41 PM
Share

মুর্শিদাবাদ: রাজ্যে কংগ্রেস এবং তৃণমূলের জোট হচ্ছে? এই নিয়ে আপাতত জলঘোলা বাংলার রাজ্য-রাজনীতি। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বামেদের সঙ্গে জোট নিয়েই বেশি স্বাচ্ছন্দ্য প্রকাশ করেছেন। একবার নয়, বারেবারে সে কথা বুঝিয়ে দিয়েছেন তাঁর বক্তব্যে। তবে জল তখনই ঘোলা হয়েছে যখন কংগ্রেসের পর পর তিনবারের সাংসদ আবু হাসেম খান চৌধুরী ওরফে ডালু বলেছেন, ‘বাংলায় তৃণমূলের সঙ্গেই জোট চাই।’ এর মধ্যেই আবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য অধীরের। তাঁর সাফ কথা, কে সঙ্গে এল তা নিয়ে মাথা ঘামায় না কংগ্রেস। তাঁর অভিযোগ, জোট চান না মমতা। অধীরের দাবি, কারোর মুখাপেক্ষী নয়, একা লড়ার ক্ষমতা রাখে কংগ্রেস।

বস্তুত, এ দিন সাংবাদিক বৈঠকে জোট নিয়ে মন্তব্য করেন অধীর। একই সঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন। এ দিন স্পষ্ট বলেছেন,বাংলায় কংগ্রেস নিজের মতো লড়ছে। তৃণমূলও নিজের মতো লড়ছে। অধীর বলেছেন, “আমরা আমাদের মতো চলছি। কে এল গেল তার ধার-ধারি না। এই মুর্শিদাবাদে তৃণমূল-বিজেপি’কে একবার নয় বারবার হারিয়েছি। আবার হারাব।”

বাংলায় তৃণমূল-কংগ্রেস জোট করে লড়বে কি না সে প্রসঙ্গ উত্তর দিতে গিয়ে কংগ্রেস সাংসদের দাবি, সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার নষ্ট করে দিয়েছেন জোটের প্রসঙ্গ। বলেছেন, “দিদি নিজেই জোট চায় না। কারণ তাঁর জোট করলে অসুবিধা আছে। আগেও বলেছি যেখানে কংগ্রেসের নিজের ক্ষমতা রয়েছে সেখানে কংগ্রেস লড়বে।”

উল্লেখ্য, দেশে একসঙ্গে হাত ধরে লড়াই করলেও এ রাজ্যে তৃণমূল যে ‘একলা চলো নীতি’ থেকে বেরচ্ছে না সে বার্তা ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, “সারা ভারতে ইন্ডিয়া জোট থাকলেও বাংলায় তৃণমূল কংগ্রেস একাই লড়াই করবে। কারণ একমাত্র তৃণমূলই বিজেপিকে শিক্ষা দিতে পারবে। তৃণমূল ভারতকে পথ দেখাবে।” ফলত, কংগ্রেস-তৃণমূল জোটের সম্ভবনা এ রাজ্যে নেই আপাতত তেমনই মনে করছেন রাজনীতির কারবারিরা। এরপর আবার অধীরের মন্তব্য কার্যত তৃণমূল-কংগ্রেসের জোট যে জটের মধ্যে তা বলাই যায়।