‘ভোটের আগে যারা রাম-রাম করে…’ বোমা ফাটালেন অম্বিকানন্দ

Koushik Ghosh | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 22, 2025 | 6:56 PM

Ram Mandir: অম্বিকা মহারাজ জেলার প্রত্যেকটি ব্লকে ব্লকে রামমন্দির করার ডাক দিয়েছেন। প্রথম রামমন্দির প্রতিষ্ঠিত হচ্ছে, মুর্শিদাবাদের সাগরদিঘির প্রত্যন্ত অলঙ্কার গ্রামে। গ্রামবাসীদের দান করা জমিতেই হল ভূমি পুজো।

ভোটের আগে যারা রাম-রাম করে... বোমা ফাটালেন অম্বিকানন্দ
অম্বিকা মহারাজ
Image Credit source: TV9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: ২৬-এর বিধানসভা ভোটের আগে শিরোনামে রাম মন্দির। জেলায় জেলায়, এমনকী পাড়ায় পাড়ায় রাম মন্দির তৈরির পরিকল্পনা করা হচ্ছে। আর তারই সূচনা হল আজ বুধবার। মুর্শিদাবাদের সাগরদিঘিতে এদিন রাম মন্দিরের ভূমিপূজন হল। শীঘ্রই শুরু হবে মন্দির তৈরির কাজ। আর সেই ভূমিপূজনের অনুষ্ঠানে রাম মন্দির নিয়ে বিজেপিকে তোপ দাগলেন অম্বিকা মহারাজ।

বঙ্গীয় রামসেবক পরিষদ চ্যারিটেবল ট্রাস্টের অধ্যক্ষ অম্বিকানন্দ মহারাজ এদিন বলেন, “বিজেপি ভোটের আগেই শুধু রাম রাম করে। ভোটের পর আর রামের নাম করে না। পিঠ বাঁচানোর জন্য কেউ কেউ রাম নাম।” রামকে রাজনৈতিকভাবে ব্যবহার করা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।

মুর্শিদাবাদের সাগরদীঘির অলঙ্কার গ্রামে এদিন রাম মন্দিরের ভূমি পূজনের আয়োজন করা হয়। সেখানে আমন্ত্রিত ছিলেন, দেশের প্রধানমন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী। বিভিন্ন রাজনৈতিক দলকেও আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু সেই ভূমি পূজোনে দেখা গেল না বিজেপির জেলা নেতৃত্ব থেকে রাজ্য নেতৃত্বকে।

রাজনৈতিক নেতাদের অনুপস্থিতি প্রসঙ্গ এদিন অম্বিকানন্দ মহারাজ বলেন, “যারা এলেন না তারাই একমাত্র উত্তর দিতে পারবেন। তবে যারা ভোটের আগে শুধু রামরাম করে, ভোট শেষ হয়ে গেলে তাদের আর রামের কথা মনে পড়ে না। রাম সবার। যারা আসেনি তারাই উত্তর দিতে পারবে কেন আসেনি।”

Next Article