
সামশেরগঞ্জে: বিগত কয়েকদিনে মুর্শিদাবাদের একাধিক এলাকার সঙ্গে পাল্লা দিয়ে হিংসার আগুন জ্বলেছে সামশেরগঞ্জের একাধিক পকেটে। সামশেরগঞ্জের সন্ত্রাস কবলিত এলাকাগুলির মধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেতবোনা এবং জাফরাবাদ। চলেছে দেদার লুটপাট, জ্বালিয়ে দেওয়া হয়েছে একের পর এক বাড়ি। সবথেকে বেশি হামলার শিকার হয়েছে এই গ্রামের বাসিন্দারাই। এবার সেখানে ক্লিনিক খুললেন আরজি কর আন্দোলনের অন্যতম প্রধান মুখ বলে পরিচিত অনিকেত মাহাতো, আশফাকুল্লাহ নাইয়া এবং দেবাশিস হালদার সহ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা।
জাফরাবাদ এবং বেতবোনায় অস্থায়ী স্বাস্থ্যশিবির খুলেছেন তাঁরা। এলাকার মানুষজন গত সাত থেকে আট দিন ধরে কোনরকম চিকিৎসা পরিষেবা পাননি। আতঙ্কে তারা এলাকা ছেড়ে বেরোতেও পারেননি। কেন্দ্র বাহিনী আসার পর তাদের মনে সাহস কিছুটা এসেছে। এলাকার পরিস্থিতিও অনেকটাই উন্নতি হচ্ছে। এই অবস্থায় এই অস্থায়ী স্বাস্থ্য শিবির তাদের কাছে আশীর্বাদস্বরূপ বলেই দাবি করলেন গ্রামের বাসিন্দারা।
অন্যদিকে আরজিকর আন্দোলনের অন্যতম প্রধান মুখ যারা ছিলেন, তাঁরা এই পরিষেবা দিতে এসে দাবি করলেন, সম্প্রীতি নষ্ট হোক এমন কিছুই হওয়া উচিত নয় রাজ্যজুড়ে। পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করলেন তাঁরা। সাফ বললেন, পুলিশের ভূমিকা অত্যন্ত নিন্দনীয়। তবে তাঁরা প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন। বলছেন, কিন্তু শুধু পুলিশের ভূমিকাকে নিন্দা করলে চলবে না। প্রশাসনের নিষ্ক্রিয়তা ছাড়া এই ঘটনা ঘটা সম্ভব নয়।