
মুর্শিদাবাদ: দেশের যুবসমাজের রুটি-রুজি ছিনিয়ে নিচ্ছে অনুপ্রবেশকারীরা। অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে গতকালই লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের বক্তব্যে বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে জোরকদমে অভিযান শুরু হয়েছে। এরই মধ্যে মুর্শিদাবাদে অনুপ্রবেশকারী বাংলাদেশি যুবক ও ভারতীয় এক দালালকে গ্রেফতার করল নওদা থানার পুলিশ।
গোপন সূত্রে খবরের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে নওদা থানার পুলিশ চাঁদপুর এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে একটি বাড়ি থেকে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী যুবক ও স্থানীয় এক দালালকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে বাংলাদেশের যুবকের নাম আরিফ খান। তাঁর বাড়ি খুলনা জেলার খুলনা থানা এলাকায়। ভারতীয় দালালের নাম শাহাজামাল শেখ। তাঁর বাড়ি নওদার চাঁদপুর গ্রামে। পুলিশ প্রথমে ২ জনকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর বৈধ কোনও কাগজপত্র দেখাতে না পারায় তাঁদের গ্রেফতার করে।
পুলিশের জেরায় আরিফ খান স্বীকার করেন, কোনও পাসপোর্ট বা বৈধ নথি ছাড়াই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন তিনি। ধৃতদের এদিন বহরমপুর জেলা আদালতে পাঠানো হয়। ঘটনায় আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ।
বিভিন্ন রাজ্যে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ধরতে অভিযান শুরু হয়েছে। আবার অবৈধ বাংলাদেশিদের ধরতে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন রাজ্যে হেনস্থার অভিযোগ উঠেছে। বাংলার নাগরিকদের বাংলাদেশ পুশব্যাকেরও অভিযোগ উঠেছে। তবে গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে স্পষ্ট করে দিয়েছেন, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। দেশের প্রগতি এবং উন্নয়নের ক্ষেত্রে এই অনুপ্রবেশকারীরা অন্যতম বড় সঙ্কট বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন।