Murshidabad Blast: আচমকা বিস্ফোরণ মুর্শিদাবাদে, মৃত ১, আহত একাধিক

Murshidabad Blast: মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণের ঘটনা নতুন নয়। অনেক সময়ই বোমা উদ্ধারের ঘটনা ঘটে। তবে এ ক্ষেত্রে বোমা বিস্ফোরণ হয়েছে কি না, তা স্পষ্ট নয়। এদিকে, এদিন সকালেই মুর্শিদাবাদের নবগ্রামে হাজির হয় এনআইএ-র টিম।

Murshidabad Blast: আচমকা বিস্ফোরণ মুর্শিদাবাদে, মৃত ১, আহত একাধিক
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 12, 2025 | 11:22 PM

মুর্শিদাবাদ: দিল্লি বিস্ফোরণের পর দু দিন কেটেছে। আর এবার ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল মুর্শিদাবাদের কান্দি। আচমকা বিস্ফোরণে মৃত্যু হয়েছে একজনের। আহত একাধিক। ওই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আহত আরও পাঁচ। মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত রামেশ্বরপুর এলাকার ঘটনা। এদিন দুপুরে একটি বাড়ির মধ্যে থেকে ওই বিস্ফোরণের শব্দ শোনা যায়। তারপরই দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে।

ভয়াবহ আগুন জ্বলতে দেখে ছুটে যান স্থানীয় বাসিন্দার। আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। যাঁরা আহত হয়েছেন, তাঁদের মধ্যে দু’জনের আঘাত গুরুতর হওয়ায় মুর্শিদাবাদ থেকে তাঁদের কলকাতায় স্থানান্তরিত করা হয়।

কী কারণে বিস্ফোরণটা হল, তা এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ওই বাড়ির ভিতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়াতেই এই ঘটনা ঘটেছে।

মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণের ঘটনা নতুন নয়। অনেক সময়ই বোমা উদ্ধারের ঘটনা ঘটে। তবে এ ক্ষেত্রে বোমা বিস্ফোরণ হয়েছে কি না, তা স্পষ্ট নয়। এদিকে, এদিন সকালেই মুর্শিদাবাদের নবগ্রামে হাজির হয় এনআইএ-র টিম। দিল্লি বিস্ফোরণ-কাণ্ডে ধৃতদের কাছ থেকে মিলেছে মুর্শিদাবাদের এক যুবকের ফোন নম্বর। সেই সূত্র ধরেই এদিন মুর্শিদাবাদে তল্লাশি চালানো হয়।