AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

NIA-Murshidabad: দিল্লি বিস্ফোরণে বাংলা যোগ! বিস্ফোরণের ৪৮ ঘণ্টার মধ্যেই মুর্শিদাবাদে পৌঁছল NIA

Delhi Red Fort Blast: চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আনসারুল্লা বাংলা টিমের কয়েকজন জঙ্গিকে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয়। পরে অসম সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে এবিটি জঙ্গিদের ডেরার খোঁজ পায় গোয়েন্দারা। উদ্ধার হয় প্রচুর অস্ত্র। আর এবার ফের জঙ্গি যোগ থাকার অনুমান গোয়েন্দাদের।

NIA-Murshidabad: দিল্লি বিস্ফোরণে বাংলা যোগ! বিস্ফোরণের ৪৮ ঘণ্টার মধ্যেই মুর্শিদাবাদে পৌঁছল NIA
মুর্শিদাবাদের নবগ্রামে এনআইএImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 12, 2025 | 4:58 PM
Share

মুর্শিদাবাদ: দিল্লি বিস্ফোরণের তদন্ত করতে গিয়ে উঠে আসছে বাংলার যোগ! বিস্ফোরণের ৪৮ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গে হাজির হল তদন্তকারী সংস্থা এনআইএ-র একটি টিম। বুধবার দুপুরে মুর্শিদাবাদের নবগ্রামে পৌঁছয় সেই তদন্তকারীরা। সূত্রের খবর, দিল্লি বিস্ফোরণের ঘটনায় যে সন্দেহভাজনদের গ্রেফতার করা হয়েছে, তাদের কাছ থেকে ফোন নম্বর পেয়েই বাংলায় এসেছে এনআইএ।

বুধবার সাত সকালে মুর্শিদাবাদের নবগ্রাম থানার নিম গ্রামে চলে এই অভিযান। মইনুল হাসান নামে এক ব্যক্তির বাড়িতে যায় এনআইএ তদন্তকারী দল। ওই ব্যক্তিকে ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। জানা গিয়েছে, মইনুল হাসান পেশায় পরিযায়ী শ্রমিক। কখনও দিল্লি, কখনও মুম্বইতে পরিযায়ী শ্রমিকের কাজ করেছেন তিনি। সেই সময়ে কিছু জঙ্গি সংগঠনের সদস্যদের সঙ্গে মইনুলের যোগাযোগ হয়েছিল বলে সূত্রের খবর।

বর্তমানে দিল্লিতে বিস্ফোরণের পর এই মইনুল হাসানের ফোন নম্বর পেয়েই তদন্তকারী আধিকারিকরা হাজির হয়েছে। মইনুলের বাড়িতে তল্লাশিও চালানো হয় এদিন। এনআইএ ছাড়াও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে তদন্তকারী আধিকারিকরা ঘুরছেন এবং জিজ্ঞাসাবাদ করেছেন। মইনুল ছাড়া আরও বেশ কয়েকজনের নাম পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। সেই নম্বরের সূত্র ধরে ধরেই অভিযান চালান হচ্ছে। দিল্লি বিস্ফোরণের সঙ্গে মুর্শিদাবাদের এই বাসিন্দারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এলাকার প্রতিবেশীরা আতঙ্কিত।

এর আগেও মুর্শিদাবাদে পাওয়া গিয়েছে জঙ্গি যোগ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আনসারুল্লা বাংলা টিমের কয়েকজন জঙ্গিকে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয়। পরে অসম সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে এবিটি জঙ্গিদের ডেরার খোঁজ পায় গোয়েন্দারা। উদ্ধার হয় প্রচুর অস্ত্র। আর এবার ফের জঙ্গি যোগ থাকার অনুমান গোয়েন্দাদের। ইতিমধ্যেই লালকেল্লার বিস্ফোরণের ঘটনায় ১৫ জনকে আটক করা হয়েছে। তার আগে চার চিকিৎসকের খোঁজ পায় পুলিশ, যাদের সঙ্গে এই বিস্ফোরণের যো থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।