মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে আজ হাই প্রোফাইল কেন্দ্রে ভোট। বহরমপুরে প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের বিরুদ্ধে লড়াই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। ভোটের আগের রাত থেকেই শুরু হয়েছে প্রবল উত্তেজনা। কোথাও কোথাও বোমাবাজির অভিযোগ উঠেছে। তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা দেওয়ার অভিযোগ উঠেছে ওই কেন্দ্রের একাধিক বুথে। সকাল থেকেই বুথে বুথে ঘুরছেন অধীর চৌধুরী। বেলা বাড়ার পর আচমকা পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায় তাঁর।
অধীরের গাড়ির আগে-পিছনে একাধিক গাড়ি দেখা গিয়েছে। কেন এতগুলো গাড়ি, তা নিয়েই প্রশ্ন তোলে পুলিশ। এতে ক্ষুব্ধ হন অধীর চৌধুরী। গাড়ি থেকে নেমে পুলিশের সঙ্গে চলে কথা কাটাকাটি।
অধীর চৌধুরী জানান, এগুলো সব কেন্দ্রীয় সরকারের দেওয়া গাড়ি। এছাড়া রাজ্য সরকার একটি গাড়ি দেয়। এটা নিরাপত্তার প্রশ্ন বলে উল্লেখ কংগ্রেস প্রার্থী। সেই সঙ্গে তাঁর গাড়ির আগে-পিছে সংবাদমাধ্যমের গাড়িও থাকে বলে দাবি করেছেন অধীর। তিনি বলেন, ‘রাজ্য সরকারের কাছেও কোনও গাড়ি চাইনি। হঠাৎ রাজ্য পুলিশ তৎপর হয়ে উঠেছে।’
এদিকে, কংগ্রেস নেতারা অভিযোগ তুলেছেন, কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও ছাপ্পা আটকানো যাচ্ছে না। পাড়ায় পাড়ায় বোমাবাজি চালিয়ে ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ। তবে কমিশনের ভূমিকায় খুশি অধীর। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাব, তারা তাদের দায়িত্ব পালন করার চেষ্টা করছে, কিন্তু স্থানীয় প্রশাসন তৃণমূলকে সাহায্য করছে।’