TMC Attack on Congress leader: পুজোর প্রসাদ খেতে যাওয়ার পথে কংগ্রেস নেতার উপর হঠাৎ হামলা, কাঠগড়ায় তৃণমূল

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 19, 2021 | 9:11 AM

Murshidabad: ঘটনার তীব্র নিন্দা করেছেন অধীর চৌধুরী।

TMC Attack on Congress leader: পুজোর প্রসাদ খেতে যাওয়ার পথে কংগ্রেস নেতার উপর হঠাৎ হামলা, কাঠগড়ায় তৃণমূল
হিরু হালদার (কংগ্রেস এসসি,এসটি মোর্চার জেলা সভাপতি)

Follow Us

মুর্শিদাবাদ: এবার তৃণমূল (TMC) দুষ্কৃতীদের হাতে আক্রান্ত কংগ্রেস নেতা (Congress Leader) হীরু হালদার। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে বহরমপুরে। জানা গিয়েছে, গতকাল নিজের বাড়ি থেকে একটি পুজো মণ্ডপের উদ্দেশ্য যাচ্ছিলেন হিরুবাবু। সেই সময় অতর্কিতে তার উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে হাসপাতালে তাঁকে দেখতে যান অধীর চৌধুরী।

কংগ্রেস এসসি,এসটি মোর্চার জেলা সভাপতি হিরু হালদার (Hiru Haldar)। জানা গিয়েছে, গত পরশু রাতে তিনি একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। গ্রামের কয়েকজন গরিব মানুষকে শীতবস্ত্র দিয়ে সাহায্য করেন হিরুবাবু। অভিযোগ সেই সাহায্যই মেনে নিতে পারেনি এলাকার শাসকদলের কয়েকজন ব্যক্তি।

গতকাল রাতে হিরুবাবু ও তার এক বন্ধু যখন বাড়ি ফিরছিলেন সেই সময় অতর্কিতে হামলা চালায় তৃণমূল আশ্রিত কয়েকজন গুণ্ডা। তারা হিরুবাবুর পাশাপাশি বেধড়ক মারধর করা হয় তাঁর বন্ধুকেও। ঘটনায় গুরুতর জখম হন তিনি। ভার্তি করা হয় হাসপাতালে।

হিরু হালদার জানান, “আমি ওই এলাকার প্রাক্তন কাউন্সিলর। পরশু দিন গরিব মানুষের ডাকে সাড়া দিয়ে আমি বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যাই। কয়েকজন মানুষকে বস্ত্র দান করি। সেইটাই অপরাধ আমার। আমার উপর হামলা চালায় তৃণমূলের কয়েকজন গুণ্ডা। আমার প্রশাসনের উপর ভরসা রয়েছে। উপযুক্ত ব্যবস্থা তারা নিশ্চই নেবে।”

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেছেন, “পাশের পাড়া থেকে হিরু হালদারকে নেমতন্ন করা হয় প্রসাদ খাওয়ার জন্য। সেখানে যাওয়ার পর তার উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। আজকে হামলার কারণ আজ বহরমপুর শহর কংগ্রেসের পক্ষ তেকে একটা সফল জমায়েত হয়। এই জমায়েত দেখেই তৃণমূলের একাংশের নেতাদের মনে ভয় ধরে গিয়েছে। তারা কংগ্রেসের শক্তি বৃদ্ধি দেখতে চাইছে না। সেই কারণেই এই হামলা চালিয়েছে। এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আমাদের নেতা। থানা পুলিশ সব জানে। এই ঘটনার পর আমার একটাই প্রশ্ন। সারা মুর্শিদাবাদে কংগ্রেস নাকি শূন্য, পশ্চিমবঙ্গে কংগ্রেস শূন্য। এরপরও কি আমাদের কর্মীদের হত্যা করার কোনও কারণ আছে? মনে রাখবেন, আক্রমণ হতে হতে কিন্তু আজ না হয় কাল প্রতিরোধ গড়ে উঠবেই। তাই এখানকার প্রশাসন শক্তভাবে যেন আইন শৃঙ্খলার মোকাবিলা করে। যারা দোষী তাদের যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়।”

আরও পড়ুন: Dilip Ghosh On Babul Supriyo: ‘প্রার্থীই তো দিতে পারেনি তৃণমূল, কার হয়ে প্রচার করবেন?’ বাবুলের ত্রিপুরা সফরকে খোঁচা দিলীপের

 

Next Article