AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad: বড় কিছু পড়েছে ভেবেছিলেন, জাল ছিঁড়ে বেরতেই চক্ষু চড়কগাছ মৎস্যজীবীর

Murshidabad: কুমিরের খপ্পরে পড়ে যাতে বড় বিপদ না হয় তার জন্য কড়া নজরদারি চালানো হচ্ছে প্রশাসনের তরফে। মাঠে নেমেছে বন দফতর।

Murshidabad: বড় কিছু পড়েছে ভেবেছিলেন, জাল ছিঁড়ে বেরতেই চক্ষু চড়কগাছ মৎস্যজীবীর
| Edited By: | Updated on: Oct 30, 2022 | 6:44 PM
Share

মুর্শিদাবাদ: ফরাক্কা ব্যারেজে (Farakka Barrage) রবিবার দুপুরে দেখা মিলল আস্ত একটা কুমিরের (Crocodiles)। সূত্রের খবর, এদিন প্রথমে ফরাক্কা ব্যারেজের ১২ নম্বর গেটের কাছে এদিন দেখা যায় কুমিরটিকে। তারপর ফের গঙ্গায় সেটির দেখা মেলে। এদিকে সেই সময় মৎসজীবীরা গঙ্গায় মাছ ধরছিলেন। তাঁদের জালে আটকে যায় কুমিরটি। কিন্তু, জাল ছিঁড়ে বেরিয়ে যায়। কাণ্ড দেখে হতবাক হয়ে যান সকলে। ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান ফরাক্কার বিট অফিসার প্রভাস কুমার মণ্ডল।

এদিকে রবিবার ছট উৎসবে মেতে উঠেছে গোটা বাংলা। সোমবারও চলবে এই উৎসব। মুর্শিদাবাদেও উৎসবে মেতেছেন সাধারণ মানুষ। কিন্তু তারমধ্যে এ খবরে উদ্বেগ বেড়েছে ব্যারেজ সংলগ্ন এলাকায়। ছট উৎসবে নদীতে আচার-অনুষ্ঠানে মাততে গিয়ে যাতে কুমিরের খপ্পরে পড়ে যাতে বড় বিপদ না হয় তার জন্য কড়া নজরদারি চালানো হচ্ছে প্রশাসনের তরফে। মাঠে নেমেছে বন দফতর। 

ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা শঙ্কর হালদার বলেন, “ইটভাটার সিঁড়ি ঘাটের কাছে এদিন প্রথমে কুমিরটিকে দেখতে পাওয়া যায়। তবে সাম্প্রতিক অতীতে নদীতে কুমিরের দেখা মেলেনি। এখন কুমির বেরোতে ভয়  লাগছে আমাদের। এখানে অনে কাজেকর্মে আসতে হয়। অনেকে মাছও ধরতে যায়। তাঁদের মধ্যেও ভয় রয়েছে।” মৎস্যজীবী লাল্টু হালদার বলেন, “আজ সকাল ৯টা নাগাদ কুমিরটির দেখা মেলে। আমরা তো মাছ ধরি এখানে। মাছ ধরতে গিয়েই দেখতে পাই। এদিকে গঙ্গায় রোজই মাছ ধরতে যাই। এখন কুমির বেরোতে সবাই ভয় লাগছে। আজ তো নৌকা থেকে মাছ ধরার সময় ওটা জালেও পড়ে। কিন্তু জাল ছিঁড়ে বেরিয়ে যায়। এখন প্রশাসনের তরফে সুরক্ষা বাড়ানো হলে ভাল হয়।”