
বহরমপুর: বহরমপুরে অভিষেকের রোড শো’তে তখন মানুষের ঢল। প্রিয় নেতাকে সামনে থেকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত দলের কর্মী-সমর্থকেরাও। গাড়ির মাথায় উঠে তখন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপির তুলোধনা করে চলেছেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড। আচমকা সামনে অসুস্থ হয়ে পড়লেন এক ব্যক্তি। তা থেকে তড়িঘড়ি ওই ব্যক্তির সাহায্য়ের জন্য এগিয়ে গেলেন অভিষেক। দলীয় কর্মীদের দ্রুত জল দেওয়ার কথা যেমন বললেন তেমনই উপসর্গ দেখে ওই ব্যক্তির সুগার ফলের কথাও বললেন। রোড শো’য়ে বক্তব্য থামিয়ে বলেন, “ওর সুগার ফল করেছে একটা মিষ্টি দাও, দেখো আমার গাড়িতে থাকবে। নাহলে লজেন্স বা কিছু দাও। তাড়াতাড়ি দাও। ঠিক হয়ে যাবে।”
যদিও কিছু মুহূর্ত পরেই অ্যাম্বুলেন্সের খোঁজ করতে দেখা যায় অভিষেককে। দলীয় কর্মীদের সেই নির্দেশও দেন। মাইক হাতে দেন নির্দেশ। দলীয় কর্মীদের দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতেও বলেন। এদিকে এই পরিস্থিতিতে ততক্ষণে গোটা এলাকাতেই বেশ খানিকটা উদ্বেগ বাড়তে থাকে। পরিস্থিতি বুঝে শেষ পর্যন্ত আশ্বস্তও করতে দেখা যায় অভিষেককে। বলেন, “উনি সুস্থ হয়ে যাবেন, চিন্তা করবেন না। অ্যাম্বুলেন্সে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে।” এরপরই ফের তাঁকে দেখা যায় চেনা ছন্দে।
এদিকে ঝাড়খণ্ডে বাংলার পরিযায়ী শ্রমিক খুনের অভিযোগ বিগত দু’দিন ধরে তপ্ত হয়ে রয়েছে বেলডাঙা। এদিন রোড শো থেকে সেই বেলডাঙা নিয়েও বার্তা দিতে দেখা যায় অভিষেককে। বারবার সমবেত জনতার উদ্দেশ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পক্ষেও সওয়াল করেন। একইসঙ্গে মৃতের পরিবারের জন্য জেলা প্রশাসনের তরফে ক্ষতিপূরণের ঘোষণা করার পাশাপাশি মৃতের স্ত্রীকে চাকরি দেওয়ার কথাও শোনা যায় অভিষেকের মুখে।