Murshidabad: ওঁরা প্রত্যেকেই কারোর বাড়ির বউ, SIR-এ তাঁদের সঙ্গে যা করলেন BLO, বাড়িতে পড়ল ঢিল

SIR In WB: মাগফুরা খাতুন নামে এক ভোটারের অভিযোগ, সাত বছর আগে বিয়ে হয়ে জয়কৃষ্ণপুর দাসপাড়া গ্রামে সংসার করছেন। ভোটার তালিকায় দু'বছর আগেই নাম উঠেছে। শ্বশুরবাড়িতে একবার ভোটও দিয়েছেন। মায়ের বাড়ি চাচন্ড। নভেম্বর মাসে রীতিমত ফর্ম ফিলাপ করে বিএলওকে জমা দিয়েছেন।

Murshidabad: ওঁরা প্রত্যেকেই কারোর বাড়ির বউ, SIR-এ তাঁদের সঙ্গে যা করলেন BLO, বাড়িতে পড়ল ঢিল
মাঝে বিএলও, দু'পাশে ভোটারImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 17, 2025 | 2:21 PM

মুর্শিদাবাদ:  SIR ফর্ম জমা দেওয়ার পরেও খসড়া তালিকায় নাম নেই ১৮ জন ভোটারের। নাম না থাকায় বিএলও-র বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। মুর্শিদাবাদের সামসেরগঞ্জ বিধানসভার ১১০ নম্বর বুথে। তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিষয়টি জানতে চাওয়ায় ভোটারকে মারধর করার অভিযোগ উঠেছে খোদ বিএলও সুব্রত দাসের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়েছে সামসেরগঞ্জ বিধানসভার জয়কৃষ্ণপুর দাসপাড়া গ্রামে।

যদিও তালিকায় নাম না আসায় রাতের অন্ধকারে তাঁর বাড়িতে চড়াও হয়ে কয়েকজন ভোটারের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন BLO। বুথে একাধিকবার ভোট দিয়েছেন অনেক মহিলা। তাঁদেরও নাম বাদ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কারও দু’মাস, আবার কারও তিনমাস আগে বিয়ে হয়েছে। তাঁরা রীতিমতো এনুমারেশন ফর্ম জমা দিলেও, তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ।

মাগফুরা খাতুন নামে এক ভোটারের অভিযোগ, সাত বছর আগে বিয়ে হয়ে জয়কৃষ্ণপুর দাসপাড়া গ্রামে সংসার করছেন। ভোটার তালিকায় দু’বছর আগেই নাম উঠেছে। শ্বশুরবাড়িতে একবার ভোটও দিয়েছেন। মায়ের বাড়ি চাচন্ড। নভেম্বর মাসে রীতিমত ফর্ম ফিলাপ করে বিএলওকে জমা দিয়েছেন।

কিন্তু তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যাচ্ছে স্বামী কিংবা শ্বশুর বাড়ির লোকজনের নাম থাকলেও তালিকায় নাম নেই ওই মহিলার। তাতেই আতঙ্কিত হয়ে কার্যত ঘুম ছুটেছে মাগফুরার। একই অভিযোগ চাঁদ কুমার দাস, উমা সরকার, সুস্মিতা দাস, মিতা দাস, মধুমিতা দাস, সনোকাঁ দাস, সম্মানী দাসদের। একসঙ্গে ১১০ নম্বর বুথে প্রায় ১৮ জনের নাম বাদ দেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।