Dilip Ghosh: হাতে দা, দিলীপ বললেন, ‘আপনার বাড়িতে হাতিয়ার থাকতে হবে’

Dilip Ghosh: তাঁর বাড়িতে নানা অস্ত্র আছে জানিয়ে দিলীপ বলেন, "আমার বাড়িতে অনেক হাতিয়ার আছে। ত্রিশূল আছে। তরোয়াল আছে। আমাকে সবাই দেয়। কিন্তু, আপনার বাড়িতে থাকা চাই।"

Dilip Ghosh: হাতে দা, দিলীপ বললেন, আপনার বাড়িতে হাতিয়ার থাকতে হবে
মুর্শিদাবাদে দিলীপ ঘোষImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Apr 29, 2025 | 8:15 PM

জঙ্গিপুর: তাঁর বাড়িতে নানা অস্ত্র আছে। নিজেই নানা সময় একথা বলেন তিনি। মাঠে নেমে লাঠি ঘুরিয়েও দেখিয়েছেন। এবার মুর্শিদাবাদের জঙ্গিপুরে জনসভায় হাতে দা নেওয়ার পর বিজেপি নেতা দিলীপ ঘোষ বললেন, শুধু তাঁর হাতে অস্ত্র থাকলে হবে না, সব বাড়িতে অস্ত্র থাকতে হবে।

বিজেপির জঙ্গিপুর সংগঠনিক জেলার পক্ষ থেকে মঙ্গলবার বিকেলে একটি সমাবেশের আয়োজন করা হয়। ওয়াকফ আইনের বিরোধিতাকে কেন্দ্র করে এই রঘুনাথগঞ্জে শুরু হয়েছিল প্রথম হিংসার ঘটনা। সেই রঘুনাথগঞ্জে বিজেপির সমাবেশে দিলীপ ঘোষের হাতে দেখা যায় একটি দা। তাঁর হাতে দা তুলে দেওয়া হয়। মঞ্চে তিনি সেই দা উঁচিয়ে দেখান।

এদিন রঘুনাথগঞ্জের নিস্তা এলাকায় সভা থেকে মুর্শিদাবাদে হিংসার কথা তুলে ধরেন দিলীপ ঘোষ। হিন্দু ভোটারদের একজোট হওয়ার বার্তা দেন। দিলীপ বলেন, বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে। তাঁরা এদেশে চলে এসেছেন। মুর্শিদাবাদে হামলা হলে মালদহে যেতে হচ্ছে। ধুলিয়ানের জাফরাবাদে পিতা-পুত্রকে খুনের কথা উল্লেখ করে তিনি বলেন, “ধর্মরক্ষার জন্য, প্রাণরক্ষার জন্য লড়তে হবে। সেজন্য আমাকে হাতিয়ার দিলে হবে না। প্রত্যেকের বাড়িতে হাতিয়ার রাখতে হবে।”

তাঁর বাড়িতে নানা অস্ত্র আছে জানিয়ে দিলীপ বলেন, “আমার বাড়িতে অনেক হাতিয়ার আছে। ত্রিশূল আছে। তরোয়াল আছে। আমাকে সবাই দেয়। কিন্তু, আপনার বাড়িতে থাকা চাই।”