Murshidabad: বাড়ির অশান্তি যে এই আকার নেবে ভাবতেই পারছেন না প্রতিবেশীরা, বাড়ি ফিরে স্বামী-ছেলের অবস্থা দেখে হতবাক স্ত্রী
Murshidabad: অভিযোগ, বাড়ি ফিরতেই ধারাল অস্ত্র বের করে ছেলে রানার উপর চড়াও হয় সাজিদুল। প্রতিরোধ করতে গিয়ে বাবার উপর পাল্টা আক্রমণ করে ছেলে। ঘটনায় মারাত্মকভাবে জখম হয় বাবা-ছেলে দু’জনেই। ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
ডোমকল: বাবা ছেলের মধ্যে তুমুল অশান্তি। আর তাতেই রক্তে ভাসল গোটা বাড়ি। ছেলেকে ধারাল অস্ত্রের কোপ মারার অভিযোগ বাবার বিরুদ্ধে। ছেলের কোপে ঘায়েল বাবাও। ঘটনায় গুরুতর আহত বাবা-ছেলে দু’জনেই। চাঞ্চল্যকর ঘটনা মুর্শিদাবাদের ডোমকল থানার বিলাসপুর পশ্চিমপাড়া এলাকায়। বাবা সাজেদুল শেখ ওরফে সাজুর বয়স আনুমানিক ৩৭ বছর। ছেলে রানা মণ্ডলের বয়স ১৯।
স্থানীয় সূত্রে খবর, বছর আটেক ধরে নেশা করছেন সাজিদুল। মদ খেয়ে এসে প্রায়ই বাড়ি অশান্তি করতেন। স্ত্রীর উপর অত্যাচার করতেন বলেও অভিযোগ। এদিন আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান সাজিদুলের স্ত্রী। এরইমধ্যে জানা যায় সাজিদুল কীটনাশক খেয়েছেন। ছেলেই বাবাকে নিয়ে তড়িঘড়ি হাসপাতালে ছোটেন। কিন্তু, হাসপাতালেই ছেলের গায়ে হাত তোলে বাবা। পাল্টা বাবার গায়ে হাত তোলে ছেলেও। পরিস্থিতি তপ্ত সেই সময় থেকেই। অভিযোগ, হাসপাতাল থেকে ছাড়া পেলেও অশান্তির রেশ কাটেনি।
এই খবরটিও পড়ুন
অভিযোগ, বাড়ি ফিরতেই ধারাল অস্ত্র বের করে ছেলে রানার উপর চড়াও হয় সাজিদুল। প্রতিরোধ করতে গিয়ে বাবার উপর পাল্টা আক্রমণ করে ছেলে। ঘটনায় মারাত্মকভাবে জখম হয় বাবা-ছেলে দু’জনেই। ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডোমকল থানার পুলিশ। দু’জনকেই উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। কিন্তু, দু’জনেরই অবস্থার অবনতি হওয়ায় শেষ পর্যন্ত মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।