
বহরমপুর: মুক্তি পেতে চলেছে ৫ সেপ্টেম্বর। কিন্তু ‘শুভমুক্তির’ আগেই দায়ের হয়ে গেল এফআইআর। তাও আবার পরিচালকের নামে। টিজার সামনে আসতেই বিতর্কের ঢেউ। তোলাপাড় সিনেমহল। তোলপাড় রাজনৈতিক আঙিনা। ‘দ্য বেঙ্গল ফাইলস’– ‘দ্য় কাশ্মীর ফাইলস’, ‘বুদ্ধা ইন আ ট্র্যাফিক জ্যাম’ খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রির বিরুদ্ধে বহরমপুরে এফআইআর দায়ের করলেন ব্যক্তি। হেট স্পিচ ও হিন্দু দেব-দেবীদের অপমান করার অভিযোগ পরিচালক ও প্রোডিউসারের বিরুদ্ধে।
বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল পরিচালিত ভাকুড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিপ্লব কুন্ডু। তাঁর দাবি, এই সিমেমা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিঘ্নিত করতে পারে। যে টিজার সোশ্য়াল মাধ্যমে দেখা যাচ্ছে তাতে হিন্দু জ দেব-দেবীদের অপমান করা হয়েছে বলে দাবি তাঁর। যেভাবে ঘৃণ্য ভাষার প্রয়োগ হচ্ছে তাতে সনাতন ভাবধারা-ধর্মকে আঘাত করবে বলে তাঁর মত। সে কারণেই আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। বুধবার রাতেই দায়ের হয়েছে অভিযোগ।
প্রসঙ্গত, এর আগে তাসকন্দ ফাইলস, কাশ্মীর ফাইলসের মতো ছবি এনে এক্কেবারে শোরগোল ফেলে দিয়েছিলেন বিবেক। বিতর্ক-বিক্ষোভও কম হয়নি। তবে দমতে নারাজ বিবেক। এবার এক্কেবারে বাংলার প্রেক্ষাপটে নিয়ে চলে এসেছেন বেঙ্গল ফাইলস। টিজারে দেখা গিয়েছে দুই বিখ্যাত বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তী, সৌরভ দাস, শ্বাশ্বত চট্টোপাধ্যায়দের। এখন এই ছবির পরিচালকের বিরুদ্ধে এফআইআর দায়ের হতেই তো নিয়ে শোরগোল শুরু হয়েছে টলিউডের অন্দরেও।